কোন রকমে টিকে থাকা শেষ, বেঁচে থাকার শুরু....
এর কিছু ছবি.............................
http://www.achokro.org/
আমার তোলা একটি ছবি। এটি ২২ জুলাই ২০০৯ সংসদ ভবন থেকে তোলা হয়েছে
......................................................................................................
মানুষের জীবনে স্মরণীয় ঘটনা কাকে বলে?
এর সংজ্ঞায়- কেও বলতে পারেন, যা অনেক দিন মনে থাকে । যা হৃদয়কে স্পর্ষ করে যাই । কিংবা বলতে পারেন যা ক্ষণস্থায়ী হয় কিন্তু এর রেশ সব সম সময়ই যেন থাকে ।
হয়তো সব গুলোই ঠিক ।
আমার জীবনে অন্য রকম স্মরণীয় ঘটনার একটি হচ্ছে ২২ জুলাই পূর্ণগ্রাস সূর্যগ্রহণ নিজ চোখে প্রত্যক্ষ করা । তার উপর বিশাল এক আয়োজনের বিন্দু অংশ হয়ে । বাংলাদেশের সবচেয়ে বড় বিজ্ঞান সংগঠন অনুসন্ধিৎসু চক্র এই সুযোগ আমাকে করে দেয় । বিজ্ঞান সংগঠন অনুসন্ধিৎসু চক্র দেশের বিভিন্ন স্থানে বড় বড় ক্যাম্পের আয়োজন করে । এই সংগঠন বিজ্ঞানকে সাধারণ মানুষের দ্বারপ্রান্তে নিয়ে যেতে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে ।
এমন সংগঠনের সাথে যুক্ত হওয়া আমার কাছে গর্বের বিষয় । এটা বাংলাদেশের কয় জনের সৌভাগ্য হয়েছে তা আমি জানি না । তবে খুব কম মানুষই এই সুযোগটা পেয়েছে ।
সূর্যগ্রহণ একটি সাধারণ ঘটনা । তবে আমার কাছে অসাধারণ হয়ে উঠেছিল ।
অসাধারণ হয়ে উঠেছিল এর বিশাল আয়োজন আর মানুষের আগ্রহ দেখে ।
আমার বিশেষ একটা সময় পার করেছি । এটা সত্যি অন্য রকম একটা দিন ছিল । জগতের একটা সাধারণ নিয়মের প্রতি এতো মানুষের বিপুল আগ্রহ আমি কখনো দেখি নি । মানুষের স্রোত দেখলে আমার বেশ লাগে ।
মনে হয় কি যেন একটা হতে যাচ্ছে । আর কিছুতো একটা হয়তো ঠিকই হতে যাচ্ছে । যা আমরা বুঝতে পারছি না । তবে নিশ্চিতভাবেই কিছু একটা হতে যাচ্ছে । আর সময় চলে আসছে ।
সময়টা কি যেন বলতে চাচ্ছে । আমরা কি শুনতে পাচ্ছি ? একবার কান পাতি । তবে নিশ্চয় শুনতে পারবো যে কিসের জন্য যেন সময় ডেকে চলছে ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।