আমাদের কথা খুঁজে নিন

   

‘সল্ট’ ছবি নিয়ে রহস্য

all in one

এঞ্জেলিনা জোলি অভিনীত ‘সল্ট’ ছবিটি নিয়ে রহস্যের জল কতদিকেই না গড়াল! কার্ট উইমার ও ব্রায়ান হেগেল্যান্ডের মিলিত চিন্তার ফল ছবিটি প্রথমে যৌথভাবে টেরি জর্জ ও পিটার বার্গের পরিচালনা করার কথা ছিল। কিন্তু কোনও এক অজানা কারণে শেষ পর্যন্ত পরিচালকের দায়িত্ব এসে বর্তাল ফিলিপ নয়েসে কাঁধে। নাম ভূমিকায় রূপকারকে নিয়েও অনিশ্চয়তার কমতি ছিল না। প্রথমটায় জোর গুজব উঠেছিল টম ক্রুজ এই চরিত্রে অভিনয় করছেন। তথ্যটা সত্যও হতো যদি ছবিটির কাহিনী পট অনেকটাই ক্রুজ ব্লকবাস্টার মিশন ইম্পসিবলের মতো না হতো।

এমআই সিরিজের মিস্টার ইথান হান্ট তো একে সিরিজের চতুর্থ সিক্যুয়াল নিয়ে চিন্তিত। তারপর আবার একইরকম কাহিনীনির্ভর আরেকটি অ্যাকশন থ্রিলারে অভিনয় করতে রাজি হননি। শুরু হল তারকা অন্বেষণের ‘খোঁজ’। অবশেষে মিলল অ্যাকশন ছবির জগতে স্বনামধন্য জোলি’র সম্মতি। প্রথমটায় পুরুষ চরিত্র মাথায় নিয়ে প্রিপ্রোডাকশনের কাজ গোছালেও হঠাৎ নারী চরিত্রের উদ্ভবে চিত্রনাট্যে আনা হয় যৎকিঞ্চিৎ পরিবর্তন।

দুর্দান্ত গতিতে কাজ চলতে থাকলেও মাঝপথে এর গতিকে কিছুটা মন্থর করে দেয় ছবির একটি অ্যাকশন দৃশ্যের শুটিংয়ে জোলির মাথায় চোট পাওয়া। তারপর থেকে অক্লান্ত পরিশ্রমের ফলাফল নিয়ে শিগগিরই যুদ্ধের ময়দানে নামতে যাচ্ছে জোলি’র দুর্দান্ত অ্যাকশনে আনকোড়া প্রোডাক্ট ‘সল্ট’। বাকিদের মতোই অত্যন্ত চৌকস আর সূক্ষ্ম বুদ্ধিসম্পন্ন মার্কিন নিরাপত্তা সংস্থা সিআইএ এজেন্ট ইভালাইন সল্ট। পেশাগত দায়িত্ব পালনে কর্তব্যপরায়ণতার পেছনে রাষ্ট্রীয় নিরাপত্তা ও কাজে ব্যক্তিগত সম্মান যার মূল লক্ষ্য। কিন্তু হঠাৎই একটা অভিযোগের তীর এসে বেঁধে সিআইএ অফিসার সল্টের ওপর।

তাও আবার সুস্পষ্ট প্রমাণসহ রাশিয়ার সরকারের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ। দীর্ঘ পেশাজীবনের একটা মুহূর্তে এত দিনের গড়া তাসের ঘর এভাবে ভেঙে যাবে, তা কি করে হয়? সল্ট তার এতদিনের অভিজ্ঞতা, দক্ষতাকে কাজে লাগিয়ে বের হয়ে আসতে চেষ্টা করে অপবাদের এই চোরাবালি থেকে। কিন্তু যতই চেষ্টা করে চোরাবালি থেকে বেরিয়ে আসার, ততটাই তলিয়ে যেতে থাকে অনিশ্চয়তার গহক্ষরে। এমনকি প্রশ্নবিদ্ধ হয়ে ওঠে সল্টের ব্যক্তিগত পরিচয়টুকুও। সবার মনে প্রশ্ন জাগেÑ কে এই সল্ট? এই প্রশ্নের উত্তর জানতে অপেক্ষা করতে হবে আগামী ২৩ জুলাই পর্যন্ত।

ছবিটিতে এঞ্জেলিনা জোলি ছাড়াও আরও থাকছেন লিভ শ্রেইবার, সিওয়েটেল এজিফোর, জো লিস্টার জোনস, ইয়ারা শহীদি, ক্যাসিডি হিঙ্কল, ড্যানিয়েল ওলব্রাইস্কিসহ অনেকে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।