আমার চোখে বর্তমান...
বংগবন্ধুর স্টাইল আমার কাছে অসাধারন লাগে। তার কথা বলার ভংগি, চলার ভংগি, মাঝে মাঝে চুলের উপর হাত বুলানে, পাইপ ধরার ভংগি এবং সর্বোপরি বক্তৃতা দেবার ভংগি - আমার জানা সবচে স্টাইলিশ, সবচে ক্যারিশ্মেটিক চরিত্র বংগবন্ধু।
আজকে সকালে আরেকটা বিষয় মনে হলো। তাকে মহামানব বা অন্য কোন উপাধীতে ডাকলে আমার কাছে মনে হয় অপ্রয়োজনীয়। বংগবন্ধু শব্দটার মানেই হলো শ্রেষ্ঠ বাংগালী, সর্বশ্রেষ্ঠ মানুষদের একজন, মহানুভব, মহামানব... ইত্যাদি ইত্যাদি। আর কোন উপাধীর কোন মানে নাই।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।