আমাদের কথা খুঁজে নিন

   

ব্লগার শুভ ও রাসেলের জামিন

 
ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জহুরুল হক রোববার শুনানি শেষে ব্লগার সুব্রত অধিকারী শুভ ও রাসেল পরভেজের জামিন মঞ্জুর করেন। 
এ আদালতের অতিরিক্ত পিপি তাপস পাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আরেক ব্লগার মশিউর রহমান বিপ্লবের পক্ষে কোনো জামিন আবেদন না থাকায় আদালত দুজনকে জামিন দিয়েছে “
হেফাজত ইসলাম নামের একটি সংগঠনের দাবির প্রেক্ষাপটে গত ১ এপ্রিল রাতে রাজধানীর বিভিন্ন স্থান থেকে গ্রোপ্তারের পর শুভ, বিপ্লব ও পারভেজকে ৫৪ ধারায় সন্দেহভাজন হিসাবে রিমান্ডে নেয় গোয়েন্দা পুলিশ।
এর দুই দিনের মাথায় ৩ এপ্রিল সকালে গোয়েন্দা পুলিশের কার্যালয়ে ডেকে নিয়ে গ্রেপ্তার করা হয় আসিফ মহিউদ্দিন নামের আরেক ব্লগারকে। তাকেও একইভাবে রিমান্ডে নেয়া হয়।
এরপর গত ১৭ এপ্রিল তাদের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনে দুটি মামলা করে পুলিশ। মামলা দুটি আমলে নেয়ার বিষয়ে শুনানির জন্য ১২ মে দিন রাখা হয়।
তাপস পাল বলেন, “শুভ, রাসেল ও বিপ্লবের বিরুদ্ধে মামলাটি আমলে নিলেও আসিফের বিরুদ্ধে মামলার শুনানি হয়নি। তার পক্ষে জামিনের কোনো আবেদনও আজ আসেনি।”

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.