সত্যকে সত্য বলি
দীর্ঘ নয় মাস মরণপণ লড়াইয়ের মধ্য দিয়ে স্বাধীন হয়েছে আমাদের এই প্রিয় সবুজ শ্যামল বাংলাদেশ। এই দেশ এবং স্বাধীনতা আমাদের প্রাণের চেয়েও প্রিয়। কোন দস্যুর শ্যেন দৃষ্টিকে এই জাতি কখনোই সহ্য করেনি। স্বাধীন দেশের মুক্তিযুদ্ধের শহীদেরা হলেন আমাদের অহংকার, আমাদের গর্ব। আজ নতুন প্রজন্মের প্রতিটি নাগরিকের একটি প্রশ্ন মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা কত? কারণ এই নতুন প্রজন্মই এদেশের জাগ্রত সৈনিক ও অতন্দ্র প্রহরী।
কিন্তু পরিতাপের বিষয় হল,বারবার ক্ষমতার হাতবদল হলেও এখন পর্যন্ত শহীদের একটি পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করেনি সরকার। যাদের রক্তে মুক্ত এই দেশ,এদেশের সন্তানরাই জানেনা তাদের নাম। এটা কি মুক্তিযুদ্ধা ও শহীদদের প্রতি অবহেলা নয়? সুতরাং যাদের কে নিয়ে আমরা গর্ব করি তাদের নিয়ে তথ্যবহুল একটি তালিকা তৈরী করা হোক। তাহলে সত্যকে টিকিয়ে রাখা সম্ভব হবে বলে আমার বিশ্বাস। দেশের স্বাধীনতা - সার্বভৌমত্ব রক্ষা করা, উন্নতি ও সমৃদ্ধি সাধনের জন্য তত্পর হওয়া, দেশের কল্যাণে আত্ননিয়োগ করা, সত্কাজে প্রেরণা ও অসত্কাজে প্রতিরোধ সৃষ্টি করা হোক আমাদের ব্রত।
আর আমাদের হতে হবে সকল দিক দিয়ে যোগ্য, সত্সাহসী ও দেশপ্রেমিক। তাহলেই আমরা গড়তে পারবো একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।