মুক্তির পর থেকে বক্স অফিসে তোলপাড় তুলেছে চেন্নাই এক্সপ্রেস। রেকর্ড পরিমাণ আয় হতে পারে এমন ভবিষ্যতবাণী সত্যি হতে চলেছে। ইতোমধ্যেই ১২৫ কোটি রুপি আয় করেছে মুভিটি। মুভিটির এমন সাফল্যে শাহরুখও ভাসছেন ভক্তদের ভালোবাসায়।
শুধু ভারতেই ৩ হাজার ৫০০ সিনেমাহলে একযোগে প্রদর্শিত হচ্ছে চেন্নাই এক্সপ্রেস। মুভিটির বাজেট ছিল ৭০ কোটি রুপি, এ পর্যন্ত দ্রুততম সময়ে ১০০ কোটি রুপি আয়ের রেকর্ড গড়ে ফেলেছে শাহরুখের চেন্নাই এক্সপ্রেস।
আজ ভারতের স্বাধীনতা দিবস, সরকারি ছুটির দিন হওয়াতে সিনেমাহলে দর্শকদের উপচে পড়া ভিড় হতে পারে- এতে ২০০ কোটি রুপি আয়ের পথটা সুগম হবে। এখন শুধু অপেক্ষা ২০০ কোটি রুপি আয়ের মাইলফলক ছুয়ে কবে রেকর্ড গড়বে চেন্নাই এক্সপেস।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।