আমাদের কথা খুঁজে নিন

   

পরীক্ষা আর টেবিল ঘুম

মৌনতার দীর্ঘশ্বাস...
পরীক্ষার সাথে ঘুমের সম্ভবত একটা নিবীড় সম্পর্ক আছে। যে আমার রাত দুটোর আগে সামান্যতম তন্দ্রাও আসেনা, পরীক্ষা কাছাকাছি আসা মাত্র ১০টা ১২টার দিকে চোখ ভেঙে ঘুম আসে। সকাল ৯টার আগে ঘুম ভাঙেই না। এমনিতে অনেক রাত করে ঘুমাই, উঠি ঠিকই ৯টার আগে। ক্লাস থাকলে ৭টার সময়ও উঠতে হয়।

ছোটবেলায়ও দেখতাম এমনিতে ছোটাছুটির অন্ত নেই, এমনিতে ঘুমের কোন দেখা নেই, পড়তে বসতে বলা মাত্র ঘুমে দৃষ্টি ঘোলা হয়ে যেত। মা, মামা, ভাইয়ার বকুনি কম খাইনি এই ঘুমের জন্য। এমনও হয়েছে টেবিলে মাথা রেখে স্বপ্ন দেখছি, মামা এসে কান টেনে ধরে আমার সুখস্বপ্ন ভেঙে দিলেন । টেবিলে মাথা রেখে ঘুমানোর অভ্যাস এখনও আছে, তবে এখন আর কেউ কান টেনে ধরেনা। আগামী ২৭ অক্টোবর এ অনার্স প্রথম বর্ষের দুটো বিষয়ের মানোন্নয়ন পরীক্ষা দিচ্ছি।

এই মাসের ২৭ তারিখে প্রথম পরীক্ষা। গত পরশু থেকে শুরু হয়েছে ঘুম রোগ। এখন সারাদিনে তেমন পরিশ্রম করিনা। দুপুরের খাবারের পর আরামসে একটা ভাতঘুম দেই। তারপরেও রাতের বেলা ঘুম আসে।

গতকাল রাতে ঘুম তাড়ানোর জন্য এক মগ কফি বানিয়ে টেবিলে বসলাম। ধোঁয়া তোলা কফির গন্ধে একটা তাজা তাজা ভাব এলো। কিছুক্ষন তাতে চলল। কিন্তু আবার সেই একই অবস্থা। ঝিমুনি।

টেবিলে মাথা রেখে কতক্ষন ঝিমালাম। তারপর বাথরুমে গিয়ে চোখেমুখে পানি দিয়ে আবার টেবিলে বসলাম। এভাবেই ২টা পর্যন্ত পড়লাম। তারপর আর ভাল না লাগায় পড়ায় ইস্তফা দিয়ে বিছানা গমন। (ছবি সূত্র ) .................... একযোগে প্রকাশিত ব্যক্তিগত ব্লগে
 


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.