বিবর্ণ জীবনে কয়েক ফোটা রং......
আমার দোস্ত গেছে মালয়েশিয়া। ওইখান থাইকা ইন্জিনিয়ারিং পাসের সার্টিফিকেট আনতে। কনভেকেশনের দাওয়াত পাইছে তাই যাইতে হল। আগেই ইন্জিনিয়ারিং পাস কইরা দেশে ফিরা আসছিল। যাওয়ার সময় এয়ারপোর্ট থাইকা আমারে ফোন দিল।
কইল, দোস্ত যাইতাছি। ভাল থাকিস। আমিও কইলাম, দোস্ত সাবধানে যাইও। প্লেনের জানালা দিয়া আবার হাত-টাত বাইর কইরা দিওনা। অন্য প্লেন আইসা ধাক্কা মারবার পারে, তাইলে আবার তোমার হাত কাইটা যাইব।
দোস্ত কইল, ঠিক আছে, হাত বাইরে দিমুনা, তয় মাথা বাইরে দিলে কোন প্রোবলেম নাই তো? আমি কইলাম না নাই। বরং সুবিধা আছে। মাথা বাইরে থাকলে পিছন দিয়া কোন প্লেন আসতেছে কি না সেটা দেখবার পারবা। দোস্ত খুশি হইয়া কইল, ঠিক আছে, তোমার কথা মত কাম করুম নে...
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।