আমি সব সময়ই একটু অদ্ভুত ধরনের। কখন যে মন খারাপ হয় আর কখন যে মন ভাল হয় আমি নিজেই বুঝিনা। সবাইকে খুব সহজে বিশ্বাস করি, সবাইকে নিজের মত ভাবি। আর এ কারণে অনেক অনেক কষ্ট পাই। আমার স্কুল জীবনের বন্ধু মিজানুর রহমান ওরফে মিজাইন্না।
দামী মোবাইল ফোন ব্যবহার করে। ইন্টারনেট ইউজ করে। কিন্তু ফেসবুক চালায়না। পরে আমার ফেসবুক চালানো দেখে সখ জাগে ফেসবুক চালাবে। আমিও একটা ফেসবুক আইডি খুলে দিলাম।
আর হাতে কলমে শিখিয়ে দিলাম। -- কিছু ফ্রি টিপসও দিলাম। বললাম....
"দোস্ত ফেসবুক মানে মেয়ে মাইনষের ছবি দেহা না। তোর বন্ধু লিস্টে কোনো ছাগুটাগু এড করবিনা। আর অতি চকচকা মেয়ে দেইখ্যা ঐগুলারে রিকোষ্টে পাঠাবিনা।
কারণ এসব ফেইক আইডি। ফেসবুকে প্রেম করার দরকার নাই। " আর ফেসবুকে এমন কিছু লিখবিনা বা লাইক কমেন্ট করিবনা, যাতে তোর বন্ধুরা বিরক্ত হয়। বা তোকে খারাপ মনে করে।
বেচারা আমার সব কথা মেনে নিলো।
১৫ দিন পর...
দোস্ত আমি ফেসবুকে ঢুকতে পারতাছিনা। দেখছিন কি অইছে.. প্লিজ একটু ঠিক করে দেনা।
কি আর করার। আমার ফেসবুক লগ আউট করে ওরটা লগইন করলাম। করতে গিয়েই খেলাম ধাক্কা।
অতিরিক্ত ফ্রেন্ডরিকোষ্ট পাঠানোর জন্য প্রায় ১৫ দিনের জন্য রিকোষ্ট পাঠানো ব্লক কইরা দিছে। আর লগইন করার সময় আরো দুই একটা স্টিপ ফলো করতে হলো।
লগইন শেষে ওর ফ্রেন্ডলিস্ট দেখে পুরাই আক্কাশ থেকে পড়লাম। -- বাংলাদেশ ইন্ডিয়ার যতো সেলিব্রেটি নায়িকা আছে.. সবাই ওর ফ্রেন্ড। সবগুলোই ফেইক!!!
ওকে ফোন করে ওর সম্পত্তি বুঝাইয়া দিলাম।
বললাম, দোস্ত আর যাই করোস,... কোনো সেলিব্রেটিদের তুই আর এড করিস না। না হলে তুই নিজেই সেলিব্রেটি অইয়া যাবি।
এটাই শেষ না। এরপর আরো ৩ বার একই প্রবলেম। ঠিক করে দিয়েছি।
এরপর আইডি হ্যাকড অথবা অন্যকোনো সমস্যার দরুণ পুনরোদ্ধার কার সম্ভব হয়নি। এরপর আরো তিন/চার বার নতুন মেইল আইডি দিয়ে নতুন ফেসবুক আইডি খূলে দিয়েছি। --আবার আগের মতোই। ..!
এরপর সর্বশেষ...
গত সোমবারে একটা নতুন আইডি খূলে দিলাম। কিন্তু আজ একটা মেসেজ আসলো ওর নম্বর থেকে... কিরে মামা কিবা আছোস? দোস্ত আমি আর ফেসবুক ইউজ করমুনা।
কারণ এফবি চালায় মাইনষে...অনেক প্রবলেম।
আবারো ওবা অইছে.. ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।