আমি চিরতরে দূরে চলে যাব, তবু আমারে দেবো না ভুলিতে - E-mail ID: aznabi_aznabi@yahoo.com ফাকিস্তানের নির্বাচনে নওয়াজ শরীফের নেতৃত্ত্বাধীন পিএমএল-এন বড় জয় পেতে যাচ্ছে। এই ব্যাটা দুইবার দূর্নীতির দায়ে ক্ষমতা হারিয়েছে। গো হারা হেরেছে আসিফ আলী জারদারির পিপিপি। দ্বিতীয় স্থান ধরে রাখতে লড়তে হচ্ছে ইমরান খানের তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) সঙ্গে। নালায়েকরা যেই হারুক আর জিতুক তাতে আমাদের কিছু এসে যায় না। তবে ইমরান খানের তেহরিক-ই-ইনসাফ জিতলে কিছুটা খুশি হতাম, কারন একমাত্র ইমরান খানই বলেছিলেন - ১৯৭১ সালে পাকবাহিনী বাংলাদেশে যে নারকীয় হত্যা, ধর্ষণ, লুটপাট চালিয়েছে তার জন্য ফাকিস্থান সরকারের আনুষ্ঠানিকভাবকে ক্ষমা চাওয়া উচিত। আরেকজনকে নিয়ে না ভেবে পারছি না- হিনা রব্বানী খার, তার কি হপে ? আমি খুব খুশি হব এই দুর্দিনে তিনি যদি রাজনীতি ছেড়ে বলিউডে যোগ দেন। আর ঢালিউডে যোগ দিলেতো - - - - - - তাধিন, ধিন তা-না-না।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।