আমাদের কথা খুঁজে নিন

   

দুঃখ বিলাস : কাটাকুটি ব্লগ

আস সালাম - আপনার উপর শান্তি বর্ষিত হোক

ছোট বেলায় মন খুব খারাপ হত যখন আম্মা আমাকে জোর করে পড়ার টেবিলে বসিয়ে রাখত। পড়ায় তখন মোটেও মন বসত না। আম্মাকে ফাকি দেবার জন্যে টেবিলে বসে খাতায় কাটাকুটি আকতাম। সময় চলতে চলতে এক সময় আমি ক্লান্ত হয়ে ঘুমাতে যেতাম। আজকেও আমার খুব মন খারাপ।

আমার মেয়ের একমাত্র পোষা প্রানীর অকাল প্রয়ান হয়েছে। চোখের জল নিয়ে এতদিনের আদরের প্রানীকে কবর দিয়ে এসে কিছুক্ষন পর পর সে তারস্বরে কাদছে। তার দুঃখ যেন আমার মধ্যেও সংক্রামিত হয়েছে। আমিও ভুলতে পারছি না এ পরিবারের একজন সদ্য মৃত অমানুষ সদস্যকে। হোক না অমানুষ, কাছের জন তো বটে।

বড় বেলায় আর খাতা নিয়ে বসা হয় না। আম্মার নির্দেশ শোনার বাধ্য বাধকতাও নেই। কিন্তু মন খারাপের সিকুয়েন্সটা বাসি হয় নি। তাই ব্লগে এসে কাটাকুটি করছি - একবার একটা পোস্ট লিখতে শুরু করে আবার সেটা ডিলিট করে দিচ্ছি। চক্রের মত চলছে।

নাহ, কিছুতেই মন ভাল হচ্ছে না। একবার ভাবলাম গান শোনার চেষ্টা করে দেখি ভুলে থাকতে পারি কিনা। ছোট বেলায় অনেক বাংলা সিনেমা দেখতাম। সেখানে নায়ক দুঃখ ভুলতে ইয়া বড় পেট মোটা মদের বোতল নিয়ে ঢুলতে ঢুলতে গান গাইত। এক বুক জ্বালা নিয়ে বন্ধু তুমি কেন একা বয়ে বয়ে বেড়াও।

এভাবে নাকি দুঃখ ভুলে থাকা যায়। কিন্তু তা কি উচিত হবে। আমাদের সংসারে এতদিন যে আমাদের সাথে সুখ দুঃখ ভাগ করে নিল, তার মৃত্যুতে তো দুঃখ বোধ হওয়াই স্বাভাবিক। আর সে দুঃখকে বয়ে বেড়ানোই তো আমার জন্য উচিত। তার স্মৃতি অম্লান করে ধরে রাখার প্রয়াসে অভাব অনুভবের দুঃখটুকু হৃদয়ে থাক ।

থাক, মন না হয় বিষন্নই থাকুক।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.