আমাদের কথা খুঁজে নিন

   

চাইলে কি আর গান গাওয়া যায় হৃদয়ে না থাকলে গান

সকাল আর আসেনা গোলাপ হয়ে ফোটেনা কিশোরীর হাতে

চাইলে কি আর গান গাওয়া যায় হৃদয়ে না থাকলে গান সেই গানেতে সুর পাবিনা যদি না কান্দে পরাণ। গান আসে তার হৃদয় হতে নিত্য যে রয় ভাব জগতে ও তার গানের কথায় ব্যথা মেখে তালে লয়ে সুর ছন্দে হয় মনোরম, সেই গানেতে সুর পাবি তুই পাবি দোলা, উঠবেরে ঢেউ বেশরম। চাইলে কি আর গান গাওয়া যায় হৃদয়ে না থাকলে গান সেই গানেতে জোর পাবিনা যদি না কান্দে পরাণ। মন তুই নকল ভাবে রইলি পড়ে নকল সুরে বাঁধলি গান সেই গানেতে সুর আসেনা কান্দে নারে পরাণ। বনের পাখিরা আসেনা কাছে ,নকল গানের সুরে তাইতো আপন মানুষ হইলোরে পর, চইলা গেলো দূরে (ও সে) চইলা গেলো দূরে। সুরের কারিগর দোহাই লাগে তোর সুর সাধনের মন্ত্র দিয়া দয়া আমায় কর। ও তুই দয়া আমায় কর। চাইলে কি আর গান গাওয়া যায় হৃদয়ে না থাকলে গান সেই গানেতে সুর পাবিনা যদি না কান্দে পরাণ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.