আমাদের কথা খুঁজে নিন

   

‘এগোতে চাইলে হাসিনা, পেছাতে চাইলে খালেদা’

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এই সদস্য রোববার চট্টগ্রামে দলের এক সভায় বলেছেন, বিএনপিকে ভোট দিলে দেশ ‘পেছনে’ যাবে।
চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর নতুন সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে কৃষিমন্ত্রী মতিয়া বলেন, “যদি এগোতে চান তবে শেখ হাসিনা। আর পেছাতে চাইলে খালেদা জিয়া, জামায়াত আর হেফাজত সব মিলিয়ে যা হয় তা।
“শেখ হাসিনা আলোর পথের অভিযাত্রী, আর খালেদা জিয়া অন্ধকার কানা গলির অধিবাসী।


আগামী নির্বাচনে জয়ী হতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর এই সদস্য।
সমাবেশে নোবেলজয়ী মুহাম্মদ ইউনূসেরও  সমালোচনা করেন তিনি।
“বেগম জিয়া বলেছেন, ক্ষমতায় গেলে ড. ইউনূসকে উচ্চ আসন দেবেন। তবে তখনো তিনি (ইউনূস) এমন কোকিল কণ্ঠে কথা বলবেন কি না, তা জানি না। ”
সভায় ইঞ্জিনিয়ার মোশাররফ বলেন, “ড. ইউনূসও তত্ত্বাবধায়ক সকারের অধীনে নির্বাচন চান।

কোনো অনির্বাচিত তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে না। সংবিধানের অনুসারেই নির্বাচন হবে। ”
তিনি বলেন, অনৈক্যের কারণে বিভিন্ন নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিতদের পরাজয় হয়েছে। তাই জাতীয় নির্বাচনের সময় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
সভায় পরিবেশমন্ত্রী হাছান মাহমুদ বলেন, “যদি ঐক্যবদ্ধ থেকে সরকারের অভূতপূর্ব অগ্রগতি তুলে ধরতে পারি, তাহলে আগামীতে দুইশ’ আসনে জয়ী হব।


ফেলানী হত্যার বিচার নিয়ে  বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, বর্তমান সরকারের মেয়াদে সীমান্তে ২১৮টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। আর গত সরকারের মেয়াদে এ সংখ্যা ছিল ৩৩৭টি।
চট্টগ্রাম নগর , উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের যৌথ আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করে নগর আওয়ামী লীগ সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী।
বিকাল সাড়ে ৩টার অনুষ্ঠান শুরুর পর সোয়া ৪টা থেকে সিজিকেএস সাধারণ সম্পাদক ও নগর আওয়ামী লীগ নেতা আ জ ম নাছিরের সমর্থকরা তার নামে স্লোগান দিতে থাকলে মঞ্চে থাকা নেতাদের অস্বস্তিতে পড়তে দেখা যায়।
হাছান মাহমুদসহ একাধিক নেতার নিষেধের পরও তাদের স্লোগান চলতে থাকে।

তখন এমইএস কলেজ ছাত্রলীগও কলেজের নামে স্লোগান দিতে থাকে। সবশেষ মতিয়া চৌধুরী তার বক্তব্যের শুরুতে তিরস্কার করলে স্লোগান বন্ধ হয়।
উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ সালামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাংসদ চেমন আরা তৈয়ব, উত্তর জেলার সভাপতি নুরুল আলম চৌধুরী, দক্ষিণ জেলার সভাপতি মোছলেম উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক মফিজুর রহমান।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.