জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি যেখানে আড়ষ্ঠ, মুক্তি সেখানে অসম্ভব
এখন চলছে অস্থির সময়,আমরা অস্থির সভ্যতার
অস্থির নাগরিক। সবাই লাল-নীল ক্যারিয়ার নিয়ে ব্যস্ত
এখন আর কেউ ‘মানুষ’ হতে চায়না, বরং জীবনকে
তালার উপর তালা বানিয়ে এ্যাপার্টমেন্ট ব্যবসায় মত্ত।।
আমরা যেখানে ‘তৃতীয় বিশ্ব’ ব্রোঞ্জ পদক পেয়েই খুশি
সেখানে মানবিক মূল্যবোধের ঠাই কোথায় ?
জীবনকে অন্তরের আলোয় আলোকিত না করে
ছুটছি পিডিবি, পল্লীবিদ্যুৎ কিংবা জেনারেটরের খোঁজে।।
ডিজিটাল যুগের ভার্চুয়াল ভালবাসায়,প্রকৃত ভালবাসা
খুঁজে পাওয়া কঠিন ; তারপরও মানবিক মূল্যবোধ নিয়ে
বেঁচে আছি সেটাই বা কম কিসে, জীবন যে এখনো উপভোগ্য
তাই আজ তোকে একটা কথাই বলতে চাই...............
ইচ্ছে হলে ভালবাসিস না হলে নাই............. !!!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।