আমাদের কথা খুঁজে নিন

   

খোলা জানালা।( যত্তসব )

সকালের মিষ্টি রোদ পেরিয়ে আমি এখন মধ্যগগনে,
আগের পোষ্ট এখানে.. মনের ছোট্র খোলা জানালাতে দখিনা বাতাশের আর্ত হাহাকার ধ্বনি শুনতে পাও কী? কানের পাশে কার যেন স্মৃতি ফাটা বিলাপের করুন সুর। আমি হয়ে গেছি অন্য মানুষ। মাঝে মাঝে তারার ভিড় থাকেনা তখন আমি হারিয়ে যাই অন্য কোথাও, নিজেকে পাইনা খুঁজে আমি আমি হয়ে যাই দিশে হারা। কেন এমন হয় জানিনা। প্রানেশ্বর ডাক কত মধুর প্রাণ জড়িয়ে যেত মনে হতো, এ কোন কিনুরী মালা নিয়ে আমায় ডাকছে। একটি অন্তরে তাদের স্থান,অনুবাধন করেছ কি তাদের কখনো? বিশ্বাস না হলে জিজ্ঞাস করো তাদের। তবে বন্ধু মনে রেখ চলে যাব দূর হতে বহু দূরে, আর আসবো না কখনো ফিরে, এই ভালবাসা নামের জ্বলাশয় নদীর তীরে। তোমার সেই পাখি ডাকা ও ছায়া ডাকা গ্রাম আর তার শ্যামল সৌন্দর্যে অজস্র লীলা খেলা। তখন তুমি খুশিতে ডগো-মগো সোনার কবুতরের মত বাক বাকুম বাক বাকুম করতে আলোকে পুলকে সবুজ কিরনে ঘুরে বেড়াও নীল আকাশে কালো মেঘের হুঙ্কার তার মাঝেই বিজলীর হাসি একটি ফান পোষ্ট, সিরীয়াস মনে করলে মানহানি মামলা নিশ্চিত।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।