আমাদের কথা খুঁজে নিন

   

বিশ্বের শীর্ষ সন্ত্রাসীকে আমন্ত্রণ জানিয়েছিল পেন্টাগন

অবিরাম ছুটে চলা পথ থেকে পথে

যুক্তরাষ্ট্রে ৯/১১-এর সন্ত্রাসী হামলার পর পর আল কায়েদার এক নেতা আনোয়ার আল আওলাকিকে মধ্যাহ্নভোজে আমন্ত্রিত করেছিল যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন। আওলাকি ওই হামলায় মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসীর তালিকার অন্যতম। জীবিত বা মৃত ধরে দেয়ার তালিকায় সে ছিল প্রথম মার্কিন মুসলিম। গতকাল এ খবর দিয়ে লন্ডনের ডেইলি মেইল জানায়, এ নিয়ে একটি নতুন খবর বেরিয়েছে। তাতে নতুন করে একটি ডকুমেন্টে বলা হয়েছে, ৯/১১ হামলার ঠিক এক মাস পর ওই মধ্যাহ্নভোজে কিভাবে যুক্তরাষ্ট্রের উচ্চ পদস্থ সেনা কর্মকর্তাদের সঙ্গে আওলাকি কাঁধে কাঁধ মিলিয়ে অংশ নেন।

যুক্তরাষ্ট্রের ফক্স নিউজ এ নিয়ে রিপোর্ট করেছে। তাতে বলা হয়েছে, গত বছর ফোর্টহুড হামলার পর এফবিআই প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক নারী কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করেছিল। সে সময় তিনি বলেছেন, তিনিই আওলাকির সঙ্গে ওই মধ্যাহ্নভোজের ব্যবস্থা করে দিয়েছিলেন। সেখানে যে বৈঠক হয় তাতে ওই নারী কর্মকর্তা উপস্থিত ছিলেন। ওই সময় আওলাকি আল কায়েদার হামলার নিন্দা করেছিলেন।

ওই কর্মকর্তা সাক্ষাৎকারে বলেছিলেন, বৈঠকের সময় আওলাকিকে উপস্থিতজনরা হয়রান করেছিলেন। যুক্তরাষ্ট্রে জন্ম নেয়া আওলাকি ইয়েমেনি বংশোদ্ভূত। তাকে এফবিআই এক বার নয়, ৯/১১ এর পর কমপক্ষে চার বার জিজ্ঞাসাবদ করেছে। কারণ, ২০০১ সালের ১১ই সেপ্টেম্বর হামলায় নাওয়াফ আল হাজমি, খালিদ আল মিহধার ও হানি হ্যানজোর এই তিন জন বিমান ছিনতাই করেছিল। এবং তাদের সঙ্গে সম্পর্ক ছিল আওলাকির।

এছাড়া গত বছর ফোর্টহুডে মেজর নিদাল মালিক হাসান যে হত্যাযজ্ঞ চালান তার সঙ্গেও আওলাকির সম্পর্ক ছিল।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.