আমাদের কথা খুঁজে নিন

   

খবরে প্রকাশ: সাবাশ সরকার!



বাংলাদেশের মানুষ ক্রীড়ানুরাগী এতে কারো সন্দেহ নাই। কিন্তু, কেবলমাত্র সুযোগ-সুবিধার অভাবে এদেশের খেলাধূলা বেশি দূর এগুতে পারে নি। সে দিন ক্রিকেটে নিউজিল্যান্ডের মত ক্রিকেটশক্তিধর দলের বিরুদ্ধে ৪-০ সিরিজ বিজয় ছিল বাংলাদেশের জন্য একটা বিরাট ও গৌরবজনক অর্জন। এটি বাংলাদেশের ক্রীড়াজগতের এক অবিস্মরণীয় অধ্যায়। ক্রিকেটের এই বিজয়ে সকল বাংলাদেশীরা আনন্দে গর্বে উদ্বেলিত।

বাংলাদেশের এই গৌরবে, আমরা আরো গৌরবান্বিত হলাম সরকারের বিশাল উদারতায়। খবরে প্রকাশ, বাংলাদেশের এই বিজয়ী বীরদের সম্মানে আনন্দিত সরকার বিজয়ী দলের প্রতিটি ক্রিকেট খেলোয়াড়ের নামে এক কোটি টাকা করে জমা দিয়ে বিরাট ক্রীড়াউন্নয়ন তহবিল গঠন করছে। এই তহবিলের অর্থ দিয়ে দেশের অগুণিত বুভুক্ষু ক্রীড়ানুরাগীদের সহায়তা করা হবে যাতে বাংলাদেশের সার্বিক ক্রীড়া নৈপুণ্যে উৎকর্ষতা অর্জিত হয়। সরকার বিজয়ীদের সারা দেশে ভ্রমনের বিশেষ আয়োজন করেছে - যাতে তরুনরা এই বিজয়ীদের সাহচর্যে অনুপ্রাণিত হতে পারে। সরকার এই বিজয়ী তরুন মেধাবী খেলোয়াড়দের উচ্চ প্রশিক্ষণ ও উচ্চশিক্ষার দায়িত্ব নিয়েছে।

- আত্মহারা সরকার আগের সরকারের সমালোচনা করে বলেছে, তেলামাথায় তেল ঢেলে বাড়ি-গাড়ি পুরস্কারের নামে অর্থ অপচয়ের বালখিল্যসুলভ ও অবিবেচনাপ্রসূত ধৃষ্ঠতা আগের সরকারের মত এ সরকার করবে না। উদ্বিগ্ন সরকার আগের সরকারের আমলে এ ধরণের পুরস্কারপ্রাপ্তদেরকে তাদের পুরস্কারের অর্থ-সম্পদ সরকারি ক্রীড়াউন্নয়ন তহবিলে দান করার আবেদন জানিয়েছে। সরকার আরো বলেছে, হঠাৎ-পাওয়া অর্থ-সম্পদ উদীয়মান মেধাবী তরুনদের কোন রসাতলে নিয়ে গেছে তা দেশবাসী দেখেছে এবং দেখছে। আগের সরকারের এমন ‘বিমাতাসুলভ আচরণ’ প্রকৃতপক্ষে বাংলাদেশের সম্ভাবনাময় ক্রীড়াজগৎকে ধ্বংসের ষড়যন্ত্র বলে মনে করছে এ সরকার। বিমাতাসুলভ আচরণের একটা ব্যাখ্যাও আনন্দিত সরকারের কাছ থেকে পাওয়া গেছে; এক লোভী ও হিংসুটে মহিলা আদর-যত্নের নামে তার উদ্যমী ও সবল যুবক সৎ-জামাইকে অতিরিক্ত ঘি-কোরমা পরিবেশনের মাধ্যমে কি করে অচিরে ধরাধাম হতে বিদায় করেছে, সে গল্প পরিবেশনের ভিতর দিয়ে।

এ সরকার এমন ঘটনার পুনরাবৃত্তি বরদাশত্ করবে না বলে ঘোষণা দিয়েছে। আমরা বলি, সাবাশ সরকার!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.