আমাদের কথা খুঁজে নিন

   

অভাগার এক দিন

পেতে চাই সত্যের আলো, হতে চাই বিশ্বাসীদের একজন

ঘুম থেকে জাগিয়া জলদি হাগিয়া অফিসে গেলাম ভাগিয়া। রাস্তায় পড়ে জ্যামে পথ চলা যায় থেমে টেনশনে উঠি ঘেমে। তবু হয়ে যায় লেট বন্ধ হয় গেট লজ্জায় মাথা হেট। বস রেগে তাকিয়ে চোখ মুখ পাকিয়ে দেয় মোরে ভাগিয়ে। চাকরী হারিয়ে একাকী দাড়িয়ে দূর্ভাগ্য হাত বাড়িয়ে।

প্রিয়তমা দেয় ফোন সুমিষ্ট তার টোন খুশি হয়ে ওঠে মন। দেখা করি তার সাথে আনন্দে মন মাতে মোর হাত তার হাতে। মোরা দুজন সখা-সখি আনন্দে হাটতে থাকি হয়ে আকাশের মুক্ত পাখি। হঠাৎ কাধে কার হাত? দিন হারিয়ে কালো রাত আমি পুরা বর্বাদ। বস মোর সখির পিতা পুরা দুনিয়া লাগে তিতা আমার নাই কোন মিতা।

বামন হয়ে স্বপ্ন দেখিস? কার সাথে তোর ইটিস পিটিস? আমি কে তুই জানিস? হঠাৎ মাথায় বুদ্ধি খেলে সবকিছু ছুড়ে ফেলে কেমন হয় দৌড় দিলে? যেই ভাবা সেই কাজ দিলাম দৌড়, নাই লাজ যাই হোক, থামব না আজ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।