আমাদের কথা খুঁজে নিন

   

নিউজিল্যান্ডকে ধোলাই করেই ছাড়লো বাংলাদেশ



হাওয়ায় উড়ছে এখন বাংলাদেশ ক্রিকেট দল৷ নিউজিল্যান্ডকে ধবল ধোলাইয়ের যে স্বপ্ন দেখছিলেন বাংলাদেশের ক্রিকেটাররা শেষ পর্যন্ত তা করে ছাড়লেন৷ একইসঙ্গে আগামী ক্রিকেট বিশ্বকাপ নিয়েও বাংলাদেশের স্বপ্ন আরও উঁচুতে গিয়ে ঠেকল৷ শেষ ম্যাচে তিন রানের জয় আসলে এই ম্যাচে বাংলাদেশের খেলার মান অন্যগুলোর চেয়ে খুব একটা যে ভালো ছিল তা কিন্তু নয়৷ প্রতিদ্বন্দ্বিতার জন্য প্রয়োজনীয় রান তুলতে ব্যর্থ হয় বাংলাদেশ, ছিল ক্যাচ ফেলার একাধিক নজির৷ তবুও শেষ পর্যন্ত ঠিকই জয় ছিনিয়ে নিয়ে এসেছে টাইগার বাহিনী৷ প্রথমে ব্যাট করে মাত্র ১৭৪ রানেই অল আউট হয় বাংলাদেশ৷ সর্বোচ্চ রানটি এবারও এসেছে অধিনায়ক সাকিবের ব্যাট থেকেই৷ এখানে দেখার বিষয় ছিল যে, কম রান করা সত্ত্বেও আত্মবিশ্বাস হারায়নি তরুণরা৷ যার প্রমাণ, নিউজিল্যান্ডের প্রথম ২০ রানেই ৫ উইকেট হাওয়া৷ বিশেষ করে পেসার রুবেল হোসেন দুর্দান্ত বোলিং করেছেন৷ ২৫ রানে চার উইকেট নিয়ে তিনিই ম্যাচ সেরা৷ শেষ ওভারে তিন রান দূরে থাকতেই কিউই দলকে অল আউট করে দেয় সাকিব বাহিনী৷ সিরিজের সেরাও হয়েছেন অধিনায়ক সাকিব৷ শেষ ম্যাচের আগে অধিনায়ক সাকিব আল হাসান বলেছিলেন যে ৪-০ তে সিরিজ জেতা সম্ভব৷ বলা যায় না, দ্বিতীয় ম্যাচটি যদি বৃষ্টিতে ভেসে না যেত তাহলে হয়তো এটা ৫-০ হতে পারতো৷ যাই হোক সাকিব কিন্তু তাঁর কথা ঠিকই রেখেছেন৷ বাংলাদেশ শিবিরের প্রতিক্রিয়া স্বাভাবিকভাবেই দারুণ উচ্ছ্বসিত বাংলাদেশ দল৷ কেবল দল নয়, গোটা দেশবাসীও জাতীয় দলের এই দুর্দান্ত খেলায় গর্বিত৷ ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সাকিব জয়ের জন্য বোলারদের কৃতিত্ব দিয়েছেন৷ এত অল্প রান করেও ম্যাচ জেতার ব্যাপারে তাঁর উত্তর, আসলে জয়ের ধারায় থাকলে দলের মানসিকতার জন্যই জয় আসে৷ এদিকে এবারের সিরিজে সর্বোচ্চ রান এবং সর্বোচ্চ উইকেট কিন্তু বাংলাদেশ অধিনায়কেরই দখলে৷ নিউজিল্যান্ডের হতাশা এবারের সফরে তাঁরাই ছিল ফেভারিট, তাই এভাবে ধবল ধোলাই হওয়াটা তাঁরা কল্পনাও করতে পারেনি৷ ম্যাচের শেষে কিউই দলের অধিনায়ক ড্যানিয়েল ভেট্টোরি স্বীকার করে নিয়েছেন যে এবার তাঁরা ভালো খেলতে পারেননি৷ পুরো সিরিজে বাংলাদেশ দলই ভালো খেলেছে৷

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.