একজন ইউনুস খান বেঁচে থাকতে চান গণ মানুষের মৌলিক চাহিদা পূরণের আন্তরিক প্রচেষ্টা এবং উদ্যেগ গ্রহণের মাঝে।
টানটান উত্তেজনার মাধ্যমে নিউজিল্যান্ডের শেষ উইকেটের পতন ঘটানোর মাধ্যমে বাংলাদেশ সিরিজ জিতলো। সেই সাথে নিউজিল্যান্ড হোয়াইটওয়াশের লজ্জায় ডুবলো।
কমেন্ট বক্সে বাংলাদেশের একসময়কার মাঠ কাঁপানো ক্রিকেটার আতাহার আলী খান যাকে "বাংলাওয়াশ" বলে সম্ভোধন করলো।
~:~*সামহোয়্যারইন ব্লগের সবার পক্ষ থেকে অভিনন্দন বাংলাদেশ ক্রিকেট দলকে*~:~
এক নজড়ে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজঃ
প্রথম ম্যাচ:
বাংলাদেশ- ২২৮ (৪৯.৩ ওভার)(অল আউট)
নিউজিল্যান্ড- ২০০ (৩৭ ওভার)(৮ উইকেট)
ফল- বাংলাদেশ ৯ রানে জয়ী ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে
ম্যান অফ দি ম্যাচ- সাকিব আল হাসান
দ্বিতীয় ম্যাচ: পরিত্যাক্ত
তৃতীয় ম্যাচ:
নিউজিল্যান্ড- ১৭৩ (৪২.৫ ওভার)(অল আউট)
বাংলাদেশ- ১৭৭ (৪০ ওভার)(৩ উইকেট)
ফল- বাংলাদেশ ৭ উইকেটে জয়ী
ম্যান অফ দি ম্যাচ- সোহরাওয়ার্দী শুভ
চতুর্থ ম্যাচ:
বাংলাদেশ- ২৪১ (৪৮.১ ওভার)(অল আউট)
নিউজিল্যান্ড- ২৩২ (৪৯.৩ ওভার)(অল আউট)
ফল- বাংলাদেশ ৯ রানে জয়ী
ম্যান অফ দি ম্যাচ- সাকিব আল হাসান
৫ম ম্যাচ:
বাংলাদেশ- ১৭৪ (৪৪.২ ওভার)(অল আউট)
নিউজিল্যান্ড- ১৭১ (৪৯.৩ ওভার)(অল আউট)
ফল- বাংলাদেশ ৩ রানে জয়ী
ম্যান অফ দি ম্যাচ- রুবেল
ম্যান অফ দি সিরিজঃ সাকিব আল হাসান (বাংলাদেশ)
সর্বোচ্চ রানঃ সাকিব আল হাসান
সর্বোচ্চ উইকেটঃ সাকিব আল হাসান
সিরিজঃ বাংলাদেশ ৪-০ তে নিউজিল্যান্ডকে বাংলাওয়াশ করলো
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।