একজন স্বাধীন গরীব মানুষ হয়ে আবেদন করছি আপনারা বিভিন্ন ছোট বড় রাজনৈতিক দল ও অন্যান্য সংগঠন জনগণের কাছে বলুন তত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হলে,র্নিদলীয় সরকারের অধীনে নির্বচন হলে,রাজাকারের ফাসি হলে, ১৩ দফা দাবী বাস্তবায়ন হলে ০-১৮ বছর বয়স পর্যন্ত সকল শিশুদের ফ্রি রেশন কার্ড দেওয়া হবে যে রেশন কার্ডের মাধ্যমে জন্ম থেকে ১৮ বছর বয়স অর্থাৎ উচ্চ মাধ্যমিক পর্যন্ত সকল শিশু সম খাবার,সম কাপড়,সমঘর,সম লেখাপড়া,সম চিকিৎসা খরচ পাবে এবং ৬০ উর্দ্ধো সকল বৃদ্ধ বৃদ্ধাদের সকল দায়িত্ব রাষ্ট্রীয় তত্বাবধানে স্বয়ং রাষ্ট্র নিজে সকল বৃদ্ধ বৃদ্ধাদের সম খাবার,সম কাপড়,সমঘর,সম যতœ ,সম চিকিৎসা পরিচালনা করবে। আমরা জানি বড়লোকের ভালো মানে গরীবের খারাপ আর গরীবের ভালো মানে বড়লোকের খারাপ। শ্রমিক গরীবের শ্রম সস্তায় পেলে ধনী মালিক শ্রেনীর লাভ, বড়লোকের ভালো। শ্রমের মুল্য বেশী পেলে গরীবের ভালো। এ মুহুর্তে দেশে শুধু সাড়ে চার হাজার ধনী গার্মেন্টস মালিক এক কোটি করে টাকা দিলে সাড়ে চার হাজার কোটি টাকা যা দিয়ে সাভার দুর্ঘটনায় আহত নিহত সকল পরিবারের সকল সদস্যদের নিরাপদ ঘর স্বাস্থ্যসম্মত পায়খানা,পয়নি:স্কাসন,কাজ ও স্বনির্ভর করা যায়।
নব্য রাজাকারদের সকল সম্পতি রাষ্ট্রীয় কোষাগারের মাধ্যমে এ ভাবে পর্যায়ক্রমে সকল শ্রমিক গরীব ধার্মিক মানুষের নিরাপদ ঘর স্বাস্থ্যসম্মতপায়খানা,পয়নি:স্কাসন, কাজ ও স্বনির্ভর করা যায়। ধনীরা ধনীই থাকবেন শুধু সকল শ্রমিক গরীব ধার্মিক মানুষদের নিরাপদ ঘর স্বাস্থ্যসম্মতপায়খানা,পয়নি:স্কাসন, কাজ ও স্বনির্ভর করা যাবে। নব্য রাজাকার বলতে ------
১নং-যারা ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা লোপাট করছে যেমন-হলমার্ক ২নং- যারা হাজার হাজার কোটি টাকা লোন খেলাপী ৩নং-দুর্নীতিগ্রস্থ মন্ত্রী,এমপি,জনপ্রতিনিধি,সরকারী কর্মকর্তা,রাজনীতিক,এনজিও কর্তাব্যাক্তি ৪নং প্রতারনা,রাজস্ব ফাকি দিয়ে,শ্রম শোষন করে যারা ছোট বড় ব্যবসা করছে,অভিজাত জীবনযাপন করছে ৫নং- অপহরণ,খুন,গুম,ধর্ষণকারী ৬নং-যারা দেশী মুদ্রা ভারতসহ পৃথীবির বিভিন্ন দেশে পাচার করছে যাদের দ্বারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মুখে,যারা স্বাধীন বাংলাদেশের খতি করছে । এরা নব্য রাজাকার,এরা যে ধর্মেরই হোক,যে দলেরই হোক এদের সকল সম্পতি রাষ্ট্রীয় কোষাগারের মাধ্যমে পর্যায়ক্রমে সকল শ্রমিক গরীব ধার্মিক মানুষের নিরাপদ ঘর স্বাস্থ্যসম্মত পায়খানা,পয়:নিস্কাসন, কাজ ও স্বনির্ভর করা যায়, ০-১৮ বছর বয়স পর্যন্ত সকল শিশুদের ফ্রি রেশন কার্ড দেওয়া যায় যে রেশন কার্ডের মাধ্যমে জন্ম থেকে ১৮ বছর বয়স অর্থাৎ উচ্চ মাধ্যমিক পর্যন্ত সকল শিশু সম খাবার,সম কাপড়,সমঘর,সম লেখাপড়া,সম চিকিৎসা খরচ পাবে এবং ৬০ উর্দ্ধো সকল বৃদ্ধ বৃদ্ধাদের সকল দায়িত্ব রাষ্ট্রীয় তত্বাবধানে স্বয়ং রাষ্ট্র নিজে সকল বৃদ্ধ বৃদ্ধাদের সম খাবার,সম কাপড়,সমঘর,সম যতœ ,সম চিকিৎসা পরিচালনা করতে পারেন। জাতীয় নির্বাচন সহ বিভিন্ন নির্বাচনে প্রার্থীদের কাছ থেকে যে যে অংগিকারে জনগন খুশী হয়ে সেজে গুজে পরিপটি হয়ে হাসিখুশী মনে ভোট দেন তা কি কি ---১নং--বেশীর ভাগ বৈদেশিক সহায়তায় উন্নয়ন ব্রীজ কালভাট পাকারাস্তা যাতে বাজার প্রসারিত হয়ে সস্তাশ্রম চুষে ধনীর মেয়ের হাত খরচ মসে ১০ লক্ষ টাকা ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।