শামসুর রাহমান আধুনিক বাংলা কবিদের অন্যতম। তার সৃষ্টিশীলতা আমাদের কাব্য এবং সাহিত্যকে সমৃদ্ধ করেছে। সাহিত্য অনুরাগী হিসেবে তার সাহিত্যকর্মের কাছে আমরা ঋণী। আমরা কেবল শামসুর রাহমানের রাজনৈতিক কবিতাগুলোই বেশি পাঠ করি। পক্ষান্তরে আমরা তার নিবিড় সৃষ্টিগুলোর প্রতি কোনো গুরুত্ব দিচ্ছি না।
আমাদের উচিত সামগ্রিকভাবে তার সকল সৃষ্টিকে গুরুত্ব দেওয়া।
_কবি সৈয়দ শামসুল ঘশ
শামসুর রাহমান তার কবিতার মাধ্যমে বাংলাদেশের কবিতাকে সমৃদ্ধ করেছেন। তিনি এদেশের তরুণ প্রজন্মকে তার কবিতার মাধ্যমে নতুন জীবনের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছেন।
_অধ্যাপক আনিসুজ্জামান
শামসুর রাহমান ও বাংলা কবিতা এখন অভিন্ন নাম। তিনি আমাদের আধুনিক মনন ও বোধের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছেন।
বৃহত্তর বাংলা কবিতায় সংযোজন করেছেন নতুন অভিজ্ঞতা ও প্রকরণ।
_কবি বেলাল চৌধুরী
শামসুর রাহমানকে বাংলা কাব্যের জগতে প্রথম ভোরের পাখি হিসেবে অবহিত করেছেন। কবি শামসুর রাহমান বাংলা কবিতাকে ঋদ্ধ করেছেন স্বকীয়-শৈল্পিক মাত্রায়। আমাদের কবিতাকে একক প্রচেষ্টায় তিনি উচ্চায়ত অবস্থানে নিয়ে গেছেন।
_অধ্যাপক শামসুজ্জামান খান
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।