আমাদের কথা খুঁজে নিন

   

কবির স্মরণে

যে কোন লড়াই শেষ পর্যন্ত লড়তে পছন্দ করি।

কবির স্মরণে ২৩ ফেব্রুয়ারী ২০১০ (কবি সুমনা মেহেরুন স্মরণে) ফাঁকি দেবে বলে আগে একবার জল ভরা চোখে ডুব দিয়েছিলে পাহাড় সবুজ আকাশের নীলে সুদুর সাগরে বালুর সৈকতে গাংচিলের উচ্ছিষ্ট মেশানো ভেঙ্গে পড়া ঢেউয়ের ফেনিল জলে। খুঁজেছিলাম তোমায় পরম স্নেহে গ্রীস্মের পাখীদের কুজন ভেঙ্গে আকাশে বলাকার উড়ন্ত শৃঙ্খলায় মরাল গ্রীবার এলোকেশী কবি খুঁজেছিলাম তোমাকে হৃদয়ের উত্তাপে বন্ধুত্বে মমত্বে জীবনের ভালবাসায়। একটাই জীবন সকল মানুষের কতজনে তা বিলানো যায়? মমতায় ভরা প্রসারিত বন্ধুর হাত পাথরের বুকে গাছের শিকড় সম আঁকড়ে আঁকড়ে ক্রমে এগিয়ে আসা ধরতে পারতে প্রাণের বিশ্বস্ততায়। বন্ধুর বাড়ানো বিশ্বস্ত শক্ত হাত আভূমি প্রলম্বিত বটের ঝুরির মত আস্থার সুতোয় শক্ত বুনটে বুনটে উত্তরীয় কিংবা উষ্ণ চাদরের মত প্রয়োজনে সবার দেয়া যায় গায় কালো মেঘে ঢাকা চাদেঁর জ্যোৎস্নায়। এ কি করেছ ছন্দের কবি ভুল হাত ধরে ভুল পটে তুমি একেঁছ যে ছবি ফিরে দেখনি বীর পুঙ্গব বেশধারী লেবাসে নপুংশক আবৃত্তির ঘোর প্রতারণায় অবশেষে তুমি হননের প্রান্ত সীমায়। হাফিজ খৈয়ামের গজলে গজলে কৈলাশ খের এখনও বেজে চলে চলে গেলে তুমি ক্রোধে অপমানে সখা-সখি বন্ধু রাখনি মনে স্মরণ করিব কবি প্রজন্মে প্রজন্মে রেখে যাওয়া তোমার দুর্লভ কবিতায়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.