মুহাম্মাদ রিয়াজ উদ্দিন
দেশের একজন সচেতন নাগরিক হিসেবে মনে প্রশ্ন আসাটা স্বাভাবিক বাংলাদেশের রাজনীতির গতি কোন দিকে যাচ্ছে? সেই পুরনো জিনিস নতুন মোড়কে নয়তো? জানি এবং সত্য যে, আমরা শান্তি চাই। সংঘাতপূর্ণ রাজনীতির পরিবেশ চাই না। তাহলে কেন দেশটা বারবার পেছনের দিকে ফিরে যাচ্ছে? একটি গণতান্ত্রিক দেশের রাজনীতির চেহারা কী এ রকম থাকার কথা? সরকারের ভুল ভ্রান্তিগুলো বিরোধীদল যৌক্তিকভাবেই সমালোচনা করবে এটাই তো স্বাভাবিক। কিন্তু যখন দেখি বিরোধীদল দেশের জনগণের দিকে না তাকিয়ে শুধু দলীয় দৃষ্টিকোণ থেকে দেখে তাদের রাজনৈতিক কর্মসূচি পালন করে তখন সবার খারাপ লাগারই কথা। তেমনিভাবে সরকার প্রধান কিংবা সরকারি দলের নেতারা যখন শুধু বিরোধীদলকে দমন নীপড়ণের ইঙ্গিত দিয়ে বক্তব্য রাখেন তখনো মন ব্যথিত হয়। দিন বদল কী শুধু মুখে বললেই হবে? এরকম প্রশ্ন আজ সচেতন মানুষের মনে আসাটা অস্বাভাবিক নয়। দেশের সাধারণ জনগণ চায় দেশ আরো এগিয়ে যাবে, সব রাজনৈতিকদলগুলো তাদের গণতান্ত্রিক অধিকার নিয়ে আন্দোলন করবে আর জনগণই যখন রায় দিয়ে ক্ষমতার মসনদে বসায় তখন তাদের উপরই বিচারের ভার দেয়াটাই শ্রেয়। বিরোধীদলের উচিত হানাহানি বন্ধ করে যৌক্তিকভাবে দাবি দাওয়া পেশ করা পাশাপাশি সরকারের উচিত সব সময় দেশের শান্তিময় পরিবেশের সৃষ্টির জন্য সবাইকে সাথে নিয়ে কাজ করা। যাতে বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে একটি আধুনিক সমৃদ্ধশালী উন্নয়নমুখী গণতান্ত্রিক রাষ্ট্র।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।