নামের সাথে কামের কিছু মিলতো থাকবোই
আমি উবুন্টুতে একেবারেই নতুন। সব কিছু নতুন করে চিনে নিতে হচ্ছে। ওয়েবের কাজে প্রতিনিয়তই এফটিপি ক্লায়েন্ট ব্যবহার করতে হয় হোষ্ট সারভারে ফাইল ডাউনলোড-আপলোড করার জন্য। আমি সব সময়েই সিকিউর-এফএক্স ব্যবহার করি। উবুন্টু সেটাপ দিয়ে বুঝতে পারছিলাম না কোন এফটিপি ব্যবহার করবো।
গুগল মামারে জিগাইতে মামায় কয় ফায়ারএফটিপি(http://fireftp.mozdev.org/) ব্যবহার কইরা দেখো। এটি মজিলাফায়ারফক্সের একটি এডঅনস।
সেটাপ দিলাম। এরপর ফায়ারফক্সের টুলস মেনুতে একে খুজে পেলাম। দারুন কাজ করছে।
মনে হচ্ছ লিনাক্সে টিকে যাবো ।
এখানে প্রকাশিত: Click This Link
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।