আমাদের কথা খুঁজে নিন

   

উত্তাল দার্জিলিং

উত্তাল ভারতের পশ্চিমবঙ্গের একমাত্র পাহাড়ি জেলা দার্জিলিং। দিনের পর দিন ধরে চলছে বন্ধ্। দাবি একটাই, পশ্চিমবঙ্গ ভেঙে দার্জিলিংকে আলাদা একটি রাজ্যের মর্যাদা দিতে হবে। গোর্খাদের ভাষা, সংস্কৃতি ও স্বাতন্ত্র্য রক্ষায়প্রতিষ্ঠা করতে হবে পৃথক রাজ্য গোর্খাল্যান্ড। গোর্খাল্যান্ডের দাবি নতুন নয়; যেমন নতুন নয় বন্্ধ্।

কিন্তু এবার জোরেশোরে এ দাবি ওঠার কারণ হলো তেলেঙ্গানা রাজ্য করার সরকারি সিদ্ধান্ত। কেবল দার্জিলিং নয়, ভারতের দিকে দিকে নতুন-পুরোনো অনেক রাজ্যের দাবিই আবার উচ্চারিত হতে শুরু করেছে। গত ৩০ জুলাই ভারতের কেন্দ্রীয় সরকার দক্ষিণের অন্ধ্র প্রদেশ ভেঙে পৃথক তেলেঙ্গানা রাজ্য গড়ার ঘোষণা দেয়। অন্ধ্র প্রদেশের ২৩ জেলার মধ্য থেকে ১০টি জেলা নিয়ে গঠিত হবে তেলেঙ্গানা রাজ্য। রাজ্য ভাঙা নিয়ে বিরোধিতা থাকায় অস্থিরতা চলছে অন্ধ্রেও।

 দার্জিলিং আলাদা হয়ে যাক—পশ্চিমবঙ্গের কোনো মূলধারার রাজনৈতিক দলই তা চায় না। সাধারণ মানুষের বেশির ভাগও চায় না গোর্খাল্যান্ড। জাতীয় কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, বাম দল বা বিজেপির পশ্চিমবঙ্গের নেতৃত্ব কেউই পশ্চিমবঙ্গকে ভেঙে দার্জিলিংকে পৃথক রাজ্যের মর্যাদা দিতে রাজি নয়।  পশ্চিমবঙ্গের বিবেচনায় তুলনামূলকভাবে ছোট জেলা দার্জিলিং। তিন হাজার ১৪৯ বর্গকিলোমিটার আয়তনের এই জেলার জনসংখ্যা ১৮ লাখ ৪২ হাজার ৩৪।

রয়েছে মাত্র চারটি মহকুমা। এর একটি আবার প্রায় সমতল। বাঙালি-অধ্যুষিত শিলিগুড়ি মহকুমা। শিলিগুড়ির বাঙালিরা স্বাভাবিকভাবেই চায় না পাহাড়ি রাজ্য গোর্খাল্যান্ডের অন্তর্ভুক্ত হতে। শিলিগুড়িতে গোর্খাল্যান্ডের বিরুদ্ধে আন্দোলনও শুরু করেছে বাঙালিদের সংগঠন ‘আমরা বাঙালি ও বাংলা ভাষা বাঁচাও কমিটি’।

সব মিলিয়ে পশ্চিমবঙ্গের পৃথক রাজ্যকামী পাহাড়িদের দাবির মধ্যে অনেকেই তেমন যুক্তি দেখেন না। ।

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।