মাঝে মাঝে মনে হয় বেরিয়ে পড়ি 'একতারা'টা হাতে নিয়ে......"দরবেশ বানায়া দাও মাওলা.........দরবেশ বানায়া দাও।।।"
আচ্ছা কারো কি জানা আছে আমাজন Kindle এর জন্য বাংলা বই করা হচ্ছে কিনা??? দেশের কোন পাবলিশার কি এব্যাপারে কোন কাজ করছে??? বাইরে এখন এই জিনিসের যে পরিমান পপুলারিটি তাতে বাংলা বই দরকার। আসলে এটির ব্যাবহারিক সুবিধা এবং কষ্ট ইফেক্টটিভনেস এর কারনেই এই জনপ্রিয়তা।
প্লীজ কেউ কি জানাবেন এরিমধ্যে দেশের কোন পাবলিশার কাজ শুরু করে থাকলে। ধন্যবাদ।।।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।