মনের জানালায় দাঁড়িয়ে ভাবনাগুলোর মিলিয়ে যাওয়া দেখি। গুচ্ছ গুচ্ছ মেঘ হয়ে, ঐ দূর দিগন্ত পানে...
শব্দগুলো এই মূহুর্তে আমার ফেইসবুক স্ট্যাটাসে ঝুলিয়ে বসে আছি। অদ্ভুত রকমের ভালোলাগা একটা সুখানুভূতিতে বুঁদ হয়ে আছি। মনটা আজ অসম্ভব রকমের ভালো। এমন একটা জায়গায় যাওয়ার সুযোগ হয়েছে আজকে, যেখানে আমার মনের সব আনন্দের অনুভূতিদের পাখা লাগিয়ে দিয়ে উড়িয়ে বেড়িয়েছি আকাশে বাতাসে, মেঘেদের ভাজে বাজে, নদীর ঢেউয়ের বাঁকে বাঁকে।
হারিয়েছি নিজের মাঝে। যেন স্বস্তির একটা ডুব মেরে উঠেছি এতদিনের কাজের আর পড়াশোনার চাপ থেকে। স্নিগ্ধ একটা অনুভূতিতে আবেশিত হয়ে আছে আমার সমস্ত মন-প্রাণ।
"আমি ভালবাসি মেঘ, চলিষ্ণু মেঘ। ঐ উঁচুতে।
আমি ভালবাসি আশ্চর্য মেঘদল। " - লাইনগুলো প্রথম শুনি কবি শ্যামা দেবীর ব্লগ থেকে । একটা আবৃত্তি থেকে। খুব মনে ধরেছিল তখন। আজ আকাশে মেঘের দলগুলোকে দেখে লাইনগুলো মনে পড়ছিল খুব।
এমন করে মেঘগুলো ভেসে ভেসে বেড়াচ্ছিল রেলিং-এ ভর দিয়ে মুগ্ধ নয়নে দেখছিলাম। দেখছিলাম ডাউনটাউন ম্যানহাটানের সুউচ্চ বিল্ডিং গুলোকে। নদীর উত্তাল ঢেউ। মাতাল করা হিমেল বাতাস। পাখীদের উদ্দাম নেচে বেড়ানো।
উপলব্ধি করছিলাম নিজেকে। নতুন নতুন রূপে।
ফিরে এসে খাওয়া-দাওয়া সেরে দারুণ একটা ঘুম দিলাম। উঠে বিকেলের চা-নাস্তা সেরে এখন শান্তি শান্তি লাগছে সব কিছু।
একটা গান পেলুম।
সেটি আজ আমার আনন্দের নীল আকাশে রংধনু হয়ে এল যেন। নীচে দিলুম সেটিও, ছবিগুলোর পরে।
জায়গাটা ব্রুকলীন ব্রীজ পার্ক।
....
আরফিন রুমীর - "সোনা বউ"
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।