আমাদের কথা খুঁজে নিন

   

বাচ্চা ভয়ংকর, কাচ্চা ভয়ংকর ৮



(১৫) ছেলের শখের খাবার চকলেট, আইসক্রীম আর ঔষধ। ঔষধ মানে হলো ভিটামিন সি এর ট্যাবলেট। এখন ছুটিতে মামাবাড়ীতে থাকার সুবাদে যত আবদার মামার কাছে। -মামা পেটে ব্যাথা। -কেন কি হয়েছে? -আইসক্রীম খাবো।

-আইসক্রীম খেলে পেট ব্যাথা ভালো হবে? -হ্যাঁ। আইসক্রীম খেলে পেট ব্যাথা ভালো হয়ে যাবে। এভাবে কখনো আইসক্রীম কখনো চকলেট খাওয়ার জন্যে তার পেটে ব্যাথা হতে থাকে। -মামা হাতে ব্যাথা। -কেন কি হয়েছে? -ঔষধ খাবো।

ব্যাথা ভালো হয়ে যাবে। -ঔষধ খেলে হাত ব্যাথা ভালো হবে? -হ্যাঁ। ঔষধ খাবো। হাতে ব্যাথা, পায়ে ব্যাথা মাথা ব্যাথা ইত্যাদি বিভিন্ন প্রকার ব্যাথা তৈরী হয় ঔষধ খাওয়ার জন্যে। (১৬) -আব্বু তোমার মাথা খাবো, চুল খাবো।

-কেন? -তুমি চকলেট, তুমি আইসক্রীম। তোমাকে খাবো। -আমি ব্যাথা পাবো না? -না, তোমাকে খাবো। বলে ঠিকই আমার মাথায় কামড় বসিয়ে দিলো। আর দুইদিন পর ১৮ই অক্টোবর আমার ছেলের ৩ বছর পূর্ণ হবে।

আপনারা দোয়া করবেন ও এখন যেমন চকলেট আর আইসক্রীম ভালোবাসে, তেমনি করে সারাজীবন যেন আমাকে ভালোবেসে যেতে পারে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.