পজিটিভ ভাবুন__পজিটিভ বলুন__পজিটিভ কাজ করুন....
প্রযুক্তি ক্ষেত্রের সবচেয়ে বড় কয়েকটি কোম্পানির প্রতিনিধিরা মিলে স¤প্রতি একটি রুদ্ধদ্বার সভায় মিলিত হয়েছিলেন। সভার এজেন্ডা ছিল একটিই, আর তা হল মুক্ত তথা ‘ওপেন ইন্টারনেট’-এর ভবিষ্যৎ। তবে প্রযুক্তি এবং জনস্বার্থ নিয়ে কাজ করে এমন কিছু পাবলিক অ্যাডভোকেসি গ্র“প মনে করে এ ধরনের রুদ্ধদ্বার সভা শেষ বিচারে প্রযুক্তির বাধাহীন বিকাশের জন্য ক্ষতিকর। স¤প্রতি গুগল এবং ভেরিজন মিলে একটি পরিকল্পনা দাঁড় করিয়েছে যার আওতায় ইন্টারনেট সেবাদাতারা কিছু কিছু ইন্টারনেট ট্রাফিককে অন্যগুলোর চাইতে অগ্রাধিকার দেবেন। ভোক্তা অধিকার নিয়ে কাজ করে এমন গ্র“পগুলো এ ধরনের পরিকল্পনাকে‘ইন্টারনেট হত্যাকারী’ বলে অভিহিত করছে। কিছুদিন আগে ১০০-র মত বিক্ষোভকারী
ক্যালিফোর্নিয়ায় গুগলের সদর দপ্তরের সামনে এ ব্যাপারে বিক্ষোভ প্রদর্শন করেছে। এমনই একটি অবস্থার মধ্যে গুগল, স্কাইপে, মাইক্রোসফট, সিসকো ইতাদির মত বড় বড় প্রযুক্তি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা ওয়াশিংটনে উপরোক্ত সভায় মিলিত হয়ে ইন্টারনেটের ‘ভবিষ্যৎ’ নিয়ে আলোচনা করেছেন বলে চাউর হবার পর এ নিয়ে পানি
আরো কতটুকু ঘোলা হয় সেটাই এখন দেখার বিষয়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।