আমাদের কথা খুঁজে নিন

   

শিক্ষক বনাম অভিভাবক।

ব্লাডঃ এবি নেগেটিভ।

প্রত্যেকটি সন্তানের অভিভাবকই এ কথা স্বীকার করবেন আশাকরি- প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয়ের প্রায় শিক্ষার্থীই বিদ্যালয়ের শিক্ষকদের কথার / আচরণের অন্ধ অনুসরণ করে থাকে। এক্ষেত্রে অভিভাবক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হলেও তাঁদের সন্তানদেরকে এ অবস্থা থেকে টলাতে পারেন না। শুনতে হয়- আব্বু / আম্মু এটা আমার স্কুলের টিচার বলেছে, কিংবা ওটা আমার ম্যাডাম করেছে। এদের কাছে টিচারের আচরণ, কথাবার্তা যে কী শক্ত অবস্থানে আছে তা ভূক্তভোগী মাত্রই জানেন।

তবুও আমার মতে একটি বাচ্চার পূর্ণ বিকাশের জন্য তার অভিভাবকই প্রধান। আমার কথা সেটা না। বাচ্চাদের প্রথম হাতে খড়ি হয় তাদের বাবা-মা’র মাধ্যমে। প্রথম প্রথম শেখা পড়াগুলো বাচ্চারা অনেক দিন এমনকি সারা জীবন মনে রাখে। তাই আসুন গোড়াতেই বাংলা শতকিয়ার নিম্নের সাধারণ ভুলগুলি আমরা অভিভাবকগণই শুধরে দেই।

যে ভুলগুলি আমি বিদ্যালয়ের ষষ্ঠ থেকে দশম শ্রেণীর ছাত্র ছাত্রীর মাঝে প্রকটভাবে লক্ষ্য করে থাকি। এমনকি আমরা বড়রাও করে থাকি নিজেদের অজান্তেই। অংক সংখ্যা-বাংলা অশুদ্ধ উচ্চারণ/বানান-বাংলা শুদ্ধ উচ্চারণ/বানান ৯- নও- নয় ১৪- চোইদ্দ- চৌদ্দ ১৫- পনর- পনের ১৭- সতর- সতের ২৮- আঠাশ- আটাশ ৩৫- পাইত্রিশ- পঁয়ত্রিশ ৪৫- পোচ্চল্লিশ- পঁয়তাল্লিশ ৪৬- ছেচল্লিশ- ছয়চল্লিশ ৫১- একপঞ্চাশ- একান্ন ৫২- বাহান্ন- বায়ান্ন ৫৫- পোচপান্ন- পঞ্চান্ন ৬৬- ছেষট্টি- ছয়ষট্টি ৬৭- সাষট্টি- সাতষট্টি ৬৮- আষট্টি- আটষট্টি ৭৩- তেহাত্তর / তিহাত্তর- তিয়াত্তর ৭৪- চোহাত্তর- চুয়াত্তর ৭৬- ছিহাত্তর- ছিয়াত্তর ৮২- ব্রিয়াশি- বিরাশি ৮৩- ত্রিয়াশি- তিরাশি ৮৭- সপ্তাশি / সপ্তআশি- সাতাশি ৮৮- অষ্টাশি / অষ্টআশি- আটাশি ৯২- ব্রিয়ানব্বই- বিরানব্বই ৯৩- ত্রিয়ায়ানব্বই- তিরানব্বই ৯৭- সপ্তানব্বই- সাতানব্বই ৯৮- অষ্টানব্বই- আটানব্বই ট্রেনিং -এ গিয়ে ৭/৮ টা বিদ্যালয়ের সবকটিতেই ষষ্ঠ-দশম শ্রেণীর প্রায় ৯০-৯৫ ভাগ শিক্ষার্থীকেই এ ধরনের ভুল বানান লিখতে দেখেছি। যা আমার মতে আমাদের বাংলা শতকিয়ার জন্য চরম অপমান জনক। ( শিশুর অভিভাবকদের প্রতি )


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.