আমাদের কথা খুঁজে নিন

   

সবচে সহজে অ্যামবিগ্রাম করুন

বরং দ্বিমত হও, আস্থা রাখ দ্বিতীয় বিদ্যায়। অ্যামবিগ্রামের সাথে প্রথম পরচয় হয় ড্যান ব্রাউনের "অ্যাঞ্জেলস অ্যান্ড ডেমনস" বই পড়ার সময়। এরপর অনেক আকাআকি করসি নিজের নামের অ্যামবিগ্রাম করতে, কিন্তু পারি নাই কয়েকদিন আগে ব্লগার ত্রিনিত্রি আপুর প্রোফাইল পিক দেখার পর আবার অ্যামবিগ্রাম করার ইচ্ছা হইলো। আজকে সাম্প্রতিক মন্তব্য ট্যাবে ইকারুসের ডানা'র অ্যামবিগ্রাম পোস্টটি দেখার পর নেটে ঘাঁটাঘাঁটি করে অনেকগুলা সাইট দেখলাম যেগুলাতে ফ্রী/টাকার বিনিময়ে (কমপক্ষে ১০ ইউ এস ডলার ) অ্যামবিগ্রাম করা যায়। এরমধ্যে সবচে ভালো লাগলো এই সাইটটি (শুধু ইংরেজী) এইটাতে হাই কোয়ালিটি অ্যামবিগ্রামের জন্য টাকা লাগে, কিন্তু ইচ্ছা করলে প্রিভিউ পেজের স্ক্রীনশট নেওয়া যায় এই সাইট থেকে করা কিছু অ্যামবিগ্রামঃ লিঙ্কে ভুল থাকলে কপি করুন - http://www.flipscript.com/

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।