আমি আসছি
**************
আমার ভাষা আছে কিন্তু আমি বাকরুদ্ধ
দু'চোখ ভরা আলো আছে তদপুরিও অন্ধ
পেট ভরা খাই যদিও;তবু আমি ক্ষুব্দ ক্ষুধার্ত
দু'হাতের ইস্পাত শক্তি শৃঙ্খলিত,আবদ্ব
আমি বলিনা
আমি দেখিনা
আমি তুলি বজ্র মুষ্টি
আমি বড় অপদার্ত মষ্টিমেয় কিছু পদার্তের নেশায়
মানুষ হলেও হলোনা হুঁশ আমানুষের ভালবাসায়
বলি ভালবাসা আসলে তাবেদারি
বলি দায়ীত্ব আসলেই চামছাগিরি;
আমি জম্মেও আজম্ম আজো।এবার
আমি আমাকে জম্ম দেব বিদ্রোহী পরম্পরায়
আমার অন্তর অভ্যন্তর উঠছে রুষে
দূর্বিষহ নিখিলের কষ্ট নেব চুষে;বিষের বাঁশি
হাঁকিয়ে আমি জাগাবো সমস্ত বিষনাগ
স্বপ্ন আঁকিয়ে হবোনা ক্ষান্ত;দেখাব শেষ রাগ।
আমি ভেলা বাসিয়ে খেলা দেখাতে আসবোনা
আমি আসবো সাতরিয়ে পেরুবো সাগর নদী;
আমি ছোলা খাঈয়ে পোলা ভুলাবনা,জন্ম দেব
বিজয়ের প্রজম্ম গোলা,আর হটিবোনা পিছু
দু'আঙ্গুলেই উপলে দেব সভ্যতার নষ্টালজিয়া
আমার স্বাধীনতায় ভুলেও কেহ চোখ রাঙ্গাস যদি।।
আমি আসছি
আমি আসছি ;গুছাব প্রতীক্ষার প্রহর
বাগ! যদি বাগতে পারিস
আমি এলে রেহাই পাবিনে ওরে রাক্ষুসের সহোদর।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।