আমাদের কথা খুঁজে নিন

   

দাঁড়াও আমি আসছি



দাঁড়াও আমি আসছি বাংলাদেশের মানচিত্র থেকে সকল শহীদ মিনার গুড়িয়ে দেবো; যত স্মৃতিস্তম্ভ দেখছি সব...সবার স্মৃতি থেকে এক নিমিশে নিশ্চিহ্ন করে দেবো ৫২,৭১,৯০ এমন কি ভাসানী-মুজিব আরো যত নেতা সবার নামে রটিয়ে দেবো কলঙ্ক। কারণ.... রাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় শকুনের গাড়ীতে পত পত করে ওড়ে রক্তে কেনা জাতীয় পতাকা। কারণ আমার বাড়া ভাতে মুখ দিয়েছে শুকোর কেউটা সাপের জিহ্বা চেটেছে শিশু দুধ দায়িত্বরত পলিশ কর্মকর্তা বুটের আঘাতে পিষ্ট করেছে পৈশাচিক উল্লাশে পুঁড়িয়েছে আমার মায়ের সম্ভ্রম..জাতীয় পতাকা। দাঁড়াও আমি আসছি সকল ফুলের বাগানে আগুন লাগিয়ে দেবো জ্বালিয়ে দেবো বাংলা বর্ণমালা; ২১,২৬,১৬ এমন কি বাঙ্গালী জাতী স্বত্তার অস্থিত মুছে দেবো ইতিহাস থেকে... কারণ রাষ্ট্রের নাকের ডগায় যুদ্ধাপরাধী লেখে স্বাধীনতার নতুন ইতিহাস মুক্তিযোদ্ধার তালিকা। তাই... একটি ফুলও আর দেবোনা তোমায় হে শহীদ মিনার যতদিন আজম-নিজামী-মুজাহিদের মৃত্যুদন্ড হবে না.. ততদিন বাসবো না ভালো আমার প্রিয় সন্তান;কবিতা কিংবা... যতদিন এ চোখ দেখবে না ভস্ম হতে শকুন..শুকোর...রাজাকার।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।