আমাদের কথা খুঁজে নিন

   

ব্রাজিলকে ডোবালেন দানি আলভেজ

বুধবার রাতে বাসেলে প্রীতি ম্যাচে লুই ফেলিপে স্কলারি কনফেডারেশন্স কাপ জয়ী দলের ১১ জনের মধ্যে নয়জনকেই মাঠে নামান। খেলাটাও দারুণভাবে শুরু করে অতিথিরা।
বলের দখল বেশিরভাগ সময়ই ছিল ব্রাজিলের কাছে। এ সময় কয়েকটি আক্রমণ করেও ভালো কোনো সুযোগ তৈরি করতে পারেনি ব্রাজিল। উল্টো সুইজারল্যান্ডের খেলোয়াড়কে ফাউল করে হলুদ কার্ড দেখেন বার্সেলোনা তারকা নেইমার।

২১ বছর বয়সী এই স্ট্রাইকার তার খ্যাতি অনুযায়ী খেলতে পারেননি।
প্রথমার্ধে অবশ্য এগিয়ে যেতে পারতো ব্রাজিল, কিন্তু পলিনিয়োর দারুণ হেড ঠেকিয়ে দেয় ক্রসবার।
দ্বিতীয়ার্ধে অতিথিদের উপর চাপ সৃষ্টি করে খেলতে থাকে সুইসরা যার ফল আসে ৪৮ মিনিটেই। আলবেনিয়ান বংশোদ্ভূত জারদান শাচিরির ক্রস বিপদমুক্ত করতে গিয়ে উল্টো হেড করে নিজেদের জালে জড়িয়ে দেন বার্সেলোনা ডিভেন্ডার দানি আলভেজ।
বায়ার্ন মিউনিখের প্রতিশ্রুতিশীল খেলোয়াড় শাচিরি দারুণ খেলেছেন পুরো ম্যাচজুড়েই।


খানিক বাদেই ব্রাজিলের গোলরক্ষক জেফারসন বল নিয়ন্ত্রণ না করতে পেরে আরেকটি গোল প্রায় খেতে বসেছিলেন।
স্কলারি দ্বিতীয়ার্ধে দলে তিনটি পরিবর্তন আনলেও ম্যাচের ভাগ্য আর বদলায়নি।
পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে ১৯৮৯ সালের পর এটা সুইসদের প্রথম জয়।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.