আজ এই মুহূ্র্ত থেকেই ব্লগের দুনিয়ায় জন্ম নিলাম আমি।অনুভূতিটা এমন যে পিনপতন
নিরবতার কোন সভায় হঠাৎ করেই হন্তদন্ত করে ঢুকে পড়েছি আমি।আমি যেমন তুচ্ছ তেমনই
ক্ষুদ্র আমার প্রযুক্তিজ্ঞান।
আজ আমি আমার লেখা ছোট তিনটি চারলাইনের কবিতা শেয়ার করব।
১
আলোকিত হতে হৃদয়ে আমি অগ্নি দিয়েছি ঠাই.....
হিয়া আমার কয়লা হয়েছে জীবন হয়েছে ছাই,
দিবস রজনী সমান ই কালো......
আলো নাহি আর চাই ..।
২
দেখেছিলাম বিষাদের নীল মেয়ে..
আকাশের সব নীল
আঁচলে এনে
দিয়াছে ঢেলে রংহীন সমুদ্রজলে..............
৩
তোমার চোখেই দেখি সমুদ্র দূরের নীলাকাশ..
তোমার চোখেতে শরতের মেঘ কাশফুল রাশি রাশ
নির্জন দুপুরে বিজন বিলে হাওয়াদের ফিসফাস....
শুধুই তোমার চোখেতে ছিলনা আমারই যে বসবাস....
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।