আমাদের কথা খুঁজে নিন

   

সদ্যজাত কবিতা// নৈঃশব্দ অস্তিত্ব

[অন্যর দোষ না খুঁজে আগে যদি সবাই নজের দোষটা খুঁজত তাহলে বোধহয় সব সমস্যার সমাধান হয়ে যেত]............... [পথের শেষ নেই, আমার শেষ আছে, তাইত দ্বন্দ্ব] http://mamunma.blogspot.com/

নিঝুম নিরবতার নৈঃশব্দ নিশুতি নয়নে নিদারুন... কষ্টের অনির্বাণ শিখার অস্তিত্ব নিত্য উপলব্ধির পর্যায়ে, তথাপি নিশুতির অবগুণ্ঠনে ঢাকা নয়নে লুপ্ত শিখার ছায়া; তাহলে কচ্ছপের নিরেট খোল সরূপ যে মন সেখানে, সেখানে কষ্ট লালাভ শিখা প্রজ্জ্বলিত হয় চরম সংকোচে। বাহিরে নিশুতি , ভেতরে কৃষ্ণ অতল আঁধার বলেই তো অন্ধ অনঢ় আঁখিদ্বয় অনিশ্চিত অস্থিরতায় আকীর্ণ আকুল। দ্বৈত সংকোটের সমাপতিত উৎসের বিতত একাত্মতায় নিজেকে কখনই বিচ্ছিন্ন সুখের সারথি ভাবা যায়না, যখন বাহিরে নৈঃশব্দ নিরবতা আর অন্তরেও তাই তখন নিঝুম কৃষ্ণ প্রচ্ছন্নতায় নিরবিচ্ছিন্ন হাতছানি তো পাওয়াই যাবে আত্ম উদাসিনতায় চরম বৃত্তাবন্ধনে হারানোর। ( ৫/০৯/০৮)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।