আমাদের কথা খুঁজে নিন

   

আপনাদের ব্লগে আমি সদ্যজাত

When life gives you a hundred reasons to cry, show life that you have a thousand reasons to smile. .....

আমি এক সাধারণ মানুষ। অসাধারণ, কীর্তিমান কিংবা নিউটন এর মতো দি ফিউরিয়াস ওয়ান নই। এরশাদ এর মতো নষ্ট ছেলে নই যে, তিমির এর আড়ালে নিশাচর বা রাতপ্রহরী হব। সর্বনাশা ঝড়োহাওয়া হয়ে কারো নন্দিত স্বপ্ন কে বিলুপ্ত বৃশ্চিক এ পরিণত করবো না। যেভাবে শয়তান রা দেশে শান্তির দেবদূত সেজে ছন্নছাড়া, অপরিণত ঢাকাইয়া টোকাই কে অপ্রয়োজন এ বিপরীত স্রোতে ঠেলে দিচ্ছে তার প্রতিবাদ দেখতে সৌরদীপ্ত এই ব্লগে নিঃসঙ্গ পথিক এর মতো অসময়ের আমি কখনো মেঘ কখনো বৃষ্টি র মতো উকিঁ মারি। তবে অবেলা সময় এ নতুন গগণ এর সীমান্তে পাহাড়ের কান্না শুনতে ভালো লাগে। জানি...এই লেখায় সম্মানিত কিছু ব্লগারের নাম ব্যবহারে চতুষ্কোন থেকে সাদা কালো কিংবা ধূসর শ্লোগান - প্রতিবাদ শুরু হতে পারে। তখন আমার বুকে একাত্তরের রক্ত র মতো রক্ত না ঝড়বে হয়তো......আবার জেল জরিমানার সম্ভাবনাও একেবারে উড়িয়ে দেয়া যায়না এমনকি আমার কয়েদি নং হতে পারে-ডিএউচ৫০০ .................ক্ষমা করবেন সবাই এই অধমকে...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.