বাংলায় কথা বলি,বাংলায় লিখন লিখি, বাংলায় চিন্তা করি, বাংলায় স্বপ্ন দেখি। আমার অস্তিত্ব জুড়ে বাংলা ভাষা, বাংলাদেশ।
মাত্র ৩৬ দিনে শ্রীলংকা দ্বীপের চারপাশ পরিভ্রমণ করে রেকর্ড গড়লেন প্রদীপ সামান উদুগামাসুরিয়া । ৩৮ বছর বয়স্ক শ্রীলংকার অবসরপ্রাপ্ত আর্মি সার্জেন্ট প্রদীপ সামান উদুগামাসুরিয়া মাত্র ৩৬ দিনে শ্রীলংকা দ্বীপের চারপাশ পরিভ্রমণ করে এসেছেন। এ বছরের সেপ্টেম্বর মাসের ২ তারিখে রাজধানী কলম্বোর গলফেস গ্রীন হতে তিনি যাত্রা শুরু করেছিলেন।
তিনি লংকার উপকুল ধরে হেটেছেন, সাতরেছেন এবং দৌড়েছেন। ৭ অক্টোবর বৃহস্পতিবার তিনি তার যাত্রা শুরুর পয়েন্টে ফিরে আসেন।
সাবেক আর্মি কমান্ডো প্রদীপ সামান উদুগামাসুরিয়া গিনেজ বুকে নাম লেখানোর উদ্দেশ্যে শ্রীলংকার ১,৩৪০ কি.মি উপকুল ৪০ দিনে পার হবার পরিকল্পনা করেন। গলফেস গ্রীণে তাকে সংবর্ধনা জানানো হয়।
সময় প্রদেশের গভর্ণরসহ অনেক গন্যমান্য ব্যক্তি এবং তার পরিবারের সদস্যরা গলফেনে উপস্থিত ছিলেন।
তার মাটিতে চুম্বন করে তার জন্ম ভূমির প্রতি শ্রদ্ধা জানান। পুরো পাত্রার সময় তিনি দেশের জাতীয় পতাকা হাতে বহন করছিলেন। তার রেকর্ড এখন আনুষ্ঠানিক ভাবে গিনেজ বুক কর্তৃপক্ষের কাছে পেশ করা হবে। .
আচ্ছা, বাংলাদেশে কি এধরনের কোন রেকর্ড আছে যে বাংলাদেশের চারপাশ কেউ ঘুরে এসেছে? থাকলে বলেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।