বৃহস্পতিবার রাতে মৃত ফরিদ মিয়া শেরপুরের চরভাবনা গ্রামের ইদ্রিস আলীর ছেলে। তিনি খুনের মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি বলে কারা কর্তৃপক্ষ জানিয়েছে।
কারা সুপার আব্দুর রাজ্জাক জানান, বৃহস্পতিবার রাত ১১টার দিকে অসুস্থ বোধ করলে ফরিদকে প্রথমে কারা হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে গাজীপুর সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
গাজীপুর সদর হাসপাতালের আবাসিক চিকৎসক তপন কান্তি সরকার বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
হৃদরোগে আক্রান্ত হয়ে ফরিদ মিয়ার মৃত্যু হয় বলেও জানান তিনি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।