মানুষ যাহা চায় তাহা পাওয়ার সুযোগ আসবেই যদি সে মন থেকে চায়
শাহরুখ খান, প্রীতি জিনতা, শিল্পা শেঠি—আইপিএলের আকর্ষণের অন্যতম এই তিন বলিউড তারকা। ধুন্ধুমার ব্যাটিংয়ের বাইরে তাঁদের তারকাজ্যোতিতে আলোকিত হয় আইপিএলের আসর। তবে সমর্থকদের জন্য খারাপ খবরই বলতে হবে। আইপিএলের চতুর্থ আসরে আগের মতোই থাকবেন শাহরুখ খান, কিন্তু দেখা মিলবে না শিল্পা শেঠি ও প্রীতি জিনতার। তাঁদের মালিকানাধীন রাজস্থান রয়্যালস ও কিংস ইলেভেন পাঞ্জাবের সঙ্গে চুক্তি ছিন্ন করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড!
পিটিআই জানিয়েছে, চুক্তি যথাযথভাবে অনুসরণ না করায় গত ২৯ সেপ্টেম্বর রাজস্থান রয়্যালস, কিংস ইলেভেন পাঞ্জাব ও নতুন অন্তর্ভুক্ত হওয়া কোচি দলকে কারণ দর্শাও নোটিশ দেয় ভারতীয় ক্রিকেট বোর্ড।
কিন্তু কোনো দলের কাছ থেকেই সন্তোষজনক জবাব পাওয়া যায়নি। কোচির বিরুদ্ধে অভিযোগ, এ দলের মালিক কে, এটিই এখনো স্পষ্ট নয়। এ নিয়ে আজ রোববার আইপিএলের গভর্নিং কাউন্সিলের জরুরি বৈঠক বসে। বৈঠকে শেষে বোর্ডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফ্র্যাঞ্চাইজ চুক্তি অমান্য করায় রাজস্থান রয়্যালস ও কিংস ইলেভেন পাঞ্জাবকে আইপিএল থেকে বাদ দেওয়া হয়েছে। এ ছাড়া মালিকানার বিষয়টি সমাধান করতে কোচি দলকে নোটিশ দেওয়া হয়েছে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।