অবশ্য আগামী বছরের ১৬ মার্চ থেকে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য সিলেট ও কক্সবাজার স্টেডিয়ামের বিকল্প হিসেবে ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম এবং বিকেএসপির দুটি নতুন মাঠও প্রস্তুত করছে বিসিবি।
বিসিবি সভাপতি বলেন, “আমি নিশ্চিত, অক্টোবরের মাঝামাঝি সিলেট ও কক্সবাজার স্টেডিয়ামের নির্মাণ কাজ শেষ হয়ে যাবে। আমার মনে হয় না খুব বেশি কাজ বাকি আছে। তবে ৩০ সেপ্টেম্বরের মধ্যে সব কাজ শেষ করা খুব কঠিন হবে।”
সময় মতো সব কাজ শেষ করার ব্যাপারে আশাবাদী সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার ক্রিকেট কমিটির সভাপতি শফিউল আলমও। তিনি বলেন, “গত দুই মাসে অনেক কাজ হয়েছে। কাজ শুরু করার সময় আমরা ধারণাও করতে পারিনি এত অল্প সময়ে এত কিছু করতে পারবো। বর্তমান গতিতে কাজ চললে নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ হয়ে যাওয়ার কথা।”
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।