নাহ! যত সমস্যাই থাকুকনা কেন, আমার বাংলাদেশই ভালো।
এমন ছোট একটি দেশে এত্ত মানুষ! অন্য কোন দেশ হলে হয়তো মুখ থুবড়ে পড়তো। কিন্তু এত সমস্যার পরেও তো দেশটা চলছে, নাকি!
আমাদের মধ্যে অদ্ভুত এক ক্ষমতা আছে। আমরা চরম নিকৃষ্ট পরিস্থিতিতেও মানিয়ে চলতে পারি। আমাদের মধ্যে সাদা চামড়াদের মত মেকি আবেগ বা মেকি আন্তরিকতা নেই।
এইদেশ আগামী ১০ বছরে বদলাবেই! যদি ১০ বছরে না বদলায় তবে ১৫ বছরে বদলাবেই! বদলাতে তাঁকে হবেই!!!
বাই দ্যা ওয়ে, রাস্তায় গাড়ি চালানোর সময় যখনই কোন ইমারজেন্সি অ্যাম্বুল্যান্স দেখবেন দয়া করে তার পথ আটকাবেননা। আমাদের সবারই নিজ নিজ গন্তব্যে পৌঁছানোর তাড়া আছে, কিন্তু তা কখনোই মানুষের জীবন বাঁচানোর চেয়ে বেশী নয়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।