আমাদের কথা খুঁজে নিন

   

ইদানিং কাজলা দিদি...

দুঃখ সুখ, অহম খেলা খেলছে মানুষ, যখন তখন, বাঊন্ডুলে, ভাবনা গুলোয় বিভোর আমার, আপন ভুবন।
কাজলা দিদি কইরে আমার কাজলা দিদি কই? যার জন্য রাত নিশিদিন একলা জেগে রই। কাজলা দিদির সংসারে নেই একটু খানি সুখ, এসিড মেরে ঝলসে দিল কাজলা দিদির মুখ। যৌতুকেরই দায়ে কত কাজলা দিদি মরে, নির্যাতনের কষ্ট সয় বাংলার ঘরে ঘরে। বুকে কত কষ্ট নিয়ে কাজলা দিদি কাঁদে, মনে ব্যাথা নিয়ে বুকে পাথর সে যে বাঁধে। নিরপত্তা হীনতায় সে পথে ঘাটে চলে, ধর্ষিতা হয় কত দিদি ভাসে চোখের জ্বলে। অপমানের কষাঘাতে আজ জর্জরিত সে, তাইতো দিদি পৃথিবি ছেড়ে গেছে অবশেষে।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।