আমাদের কথা খুঁজে নিন

   

ইদানিং কি গান শুনছি - ১

আসেন দুর্নীতি করি। আর এই দুনিয়াটাকেই খুচাই!

ইদানিংকার পুলাপান বেশ ভালোই গায়। একবার মনে পড়ে আমাদের ৩ য় বর্ষের অনুষ্ঠানে কারা গান গাইবে সেটা নিয়ে গুন্জ্ঞন শোনা গেলো। কে আসবে কে গাইবে! আসলেই ভাবনার বিষয়। পরে দেখা গেলো মাইলস এসে বসে আছে।

কিন্তু তার আগে একটা ঘটনা গেলো। একটা ছেলে জাস্ট একটা গিভসন নিয়ে কি যেনো একটা গাইলো। চারিদিকে পুলাপান সব চুপচাপ। কেউ শব্দ করছে না, যখন নামতে যাচ্ছে স্টেজ থেকে তখন একটা হুল্লোড় শুরু হলো,"অনস মোর!" পোলায় ক্যাম্পাসে হিট! অফিসে প্রায় সব সাইটই ব্লক। ম্যাসেন্জ্ঞার, ইন্টারেকটিভ, এমনকি গান ডাউনলোডের যত সাইট আছে সবই।

কপাল ভালো এখনো সামু ব্লক হয় নাই, কিন্তু ব্যাস্ততা এতই বেড়েছে যে কোনো কিছু লেখার সময় নাই। অনেক গুলো সিরিয়াল, হাসির স্মৃতি মাথায় জমা, কিন্তু উগলানো দায়। যাই হোউক, মিটিং এর দৌড়ানি আর সে মতে ইম্লিমেন্টেশন সব চেয়ারে বসে করতে হয় আর সাথে আছে নতুন টেকনোলজি নিয়ে চুলচেরা বিশ্লেষন- কোনটা কস্ট ইফেক্টিভ অথবা কোনটা সবচেয়ে ভালো সার্ভিস বা কিউওএস। টেনশন কম, কারন আমার খালি খোজ দিলেই হয় অথবা টেকনিক্যালের বসরা একটা নির্দেশনা দিলেই হয়, সব কেমনে হইয়া যায় নিজেও জানি না, তবে কোনটা কোনটা হইলো এই পর্যন্ত সেইটাও বুঝতেছি না। তাই কানে হেড ফোন লাগিয়ে সমানে এসব ভাবার সময় একটা কাজই খুব রিলাক্সড করতে পারি, সেটা গান শোন! জকি আমানের নতুন এ্যালবাম নামিয়ে শুনলাম টাইটেল গান অসাধারন।

আসলেই অসাধারন। ওর ফটুক ও দেখলাম, যেকোনো মেয়ের মাথা ঘুরিয়ে দেবে। এ্যালবামটাও পারফেক্ট। পছন্দ হলো নিরব শহর, ফ্ল্যাশব্যাক, সেরা উপহার সবগুলোই সুন্দর। আধুনিক ধারার গান গুলো আসলেই দারুন গাইছে পুলাপান আর এই পোলার এ্যালবাম হিট না হইলেও গান গুলা আসলেই দারুন! ইংলিশটাও খারাপ গায় নাই- কালারফুল ওয়ার্ল্ড।

গানটা শুনে কেনো যেনো মনে হচ্ছিলো না ইংলিশ বলে কোনো জড়তা আছে মিউজিক আর কম্পোজিশনে যদিও বাঙ্গালীর মুখে ইংলিশ গান ভালা গাইছিলো একটা পোলাই, ব্যান্ডের নাম যদিও ভুইলা গেছি কিছু দিন আগে ওরা একটা মাইয়ারে নিয়া একটা ফ্লপ এ্যালবাম বাইর করলেও কড়া গান দিছিলো! যাই হোউক জকি আমান ওর স্টাইলে যা গাইছে তা ভালোই, মেলো রকস! আরেকটা এ্যালবামের কথা বলি। ইফতির প্রেমে পড়েছি। আজকে রাতে মনে হয় ফারিয়া রুমার প্রযোজনায় ও গান গাইবে সাথে আরেকটা মেয়ে থাকবে। ওর প্রেমে পড়ছি গানটা শুনেই পুরো এ্যালবাম শুনে ফেললাম। তিন চারটা গান বাদে খারাপ গায় নাই।

কিছু লেখার নাই, তাই ভাবলাম কি শুনছি ইদানিং সেগুলো নিয়েই লিখে ফেলি। ইংলিশ বলতে তেমন কিছু শুনছি না, শুধু গ্রীনডের টোয়েন্টি ফার্স্ট সেন্ঞ্চুরী ক্যালভিন হ্যারিস ম্যাক্সিমো পার্ক মিউজ প্লেস বোর লেটেস্টটা আর ক্যারি হিলসন! খারাপ লাগছে না আবার ভালোও লাগছে না কারন মাইকেল জ্যাকসনের জোয়ার বইছে বলেই ভালো কোনো এ্যালবাম বেরোবে কি না সন্দেহ আছে আমার!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।