আমাদের কথা খুঁজে নিন

   

ইদানিং তু(আ) মি:........০১



সানজিদা-মামুন প্রানের বন্ধু, তাদের সম্পর্কটা ঝাল-টক-মিস্ঠি, এই রোদ তো এই বৃষ্টি, আবার কখন ঝড় ওঠে কে জানে? কখনও মনে হয় তাদের মত মানিক জোড় আর একটাও নেই ইউনিতে, আবার মাঝে মাঝে এমন হয় যেন একটা খুনোখুনি হয়ে যাবে। সেই স্কুল, কলেজের গন্ডি পেরিয়ে এখন একই ইউনিতে পড়ছে- হয়তো এই কারনে হতে পারে, অনেকদিনের জানা-পরিচয়। এই যেমন ফেসবুকে সানজুকে কে ফ্যার্ল্ট করল এই নিয়ে কোমড় বেধে ঝগড়ায় নেমে পড়ল । আবার সানজুর বান্ধবী ফারহানা নেট ফ্রেন্ডের সাথে একটা সম্পর্কে জড়ালো কেনো দু জনের একটা ফাটাফাটি হয়ে গেল, এক জন বলে সমস্যাটা কোথায়, আরেকজন বলে তোর সাথে আমি নেই, শুরু হয়ে গেল মন কষাকষি, দুই মাস কথা বলা বন্ধ, ছায়াও যাতে মাড়াতে না হয় পারলে তাই করে। সামনে ডিপার্টমেন্টের নবীন বরণ অনুষ্ঠান- ব্যস দুজনে আবার মিলমিস হয়ে যায়, তখন মনে হয় না গত দুমাস ধরে এদের মধ্যে একটা যুদ্ধাবস্থা চলছিল।

সবসময় তাদের মধ্যে একটা হারজিতের খেলা। কিন্তু প্রত্যেক বারই হারতে হয় মামুনকে, কি করবে, বন্ধু বলে কথা। মাসের শেষ, পকেটে টাকা ও বেশি নেই, কিন্তু স্টার কাবাবে আজ খেতেই হবে, কি করা যায় মামুন ভাবে, মোবাইল বের করে রিং দেয় সানজুকে। বলে.... মামুন: শোন আজকে মনটা খারাপ, হল থেকে বের হ, চল স্টার কাবাবে যাই, আজকেও বরাবরের মত আমি হোস্ট সানজু: আচ্ছা, আসছি। স্টার কাবাবে দুজনে বসে......খেতে খেতে মামুন: কিরে চুপচাপ শুধু গিলছিস সানজু: চুপ কর, আগে খেয়ে নেই মা: দোস্ত আজকে একটা প্রবলেম হইছে সা: কি ? মা: আসার সময় না ভুলে মানিব্যাগটা ফেলে এসেছি সা: আচ্ছা এই জন্য .... মা: যা রাগ দেখাতে হবে না, তোর সাথে ফান করলাম আমিই দিব মা: শোন সা: হুম,,,, বল মা: আই লাভ U সা: কি বললি মা: সত্যি , এই বার ফান করছি না।

সা: যা ভাগ মা: আবারও বলছি আই লাভ U, রাজী কি না বল সা: না মা: সত্যি সা: হ্যা মা: ওয়েটার, ওয়েটার সা: ওয়েটার কে ডাকিস কেন? মা: ওয়েটার ওর-আমার আলাদা বিল দিবেন সা: আচ্ছা, যা তুই জিতছি, বিলটা আমি দিব......................... ইদানিং তু(আমি).....০২

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।