সোমবার সকালে মিরপুর ১৩ নম্বরে এমবিএম গার্মেন্টস লিমিটেড নামের কারখানায় এ ভাংচুরের ঘটনা ঘটে। এ সময় ওই এলাকার সড়কে নেমে বিক্ষোভ করে তারা।
কাফরুল থানার ওসি কাজী ওয়াজেদ আলী বলেন, কয়েক দিন আগে এমবিএম কারখানা কর্তৃপক্ষ ১৩ থেকে ১৪ জন শ্রমিককে ছাঁটাই করে। ওই ঘটনার প্রতিবাদে এবং ছাঁটাই হওয়া শ্রমিকদের চাকরিতে পুনর্বহালের দাবিতে সকাল ১০টার দিকে শ্রমিকরা কারখানায় ভাংচুর করে।
এ ঘটনায় জড়িত অভিযোগে পাঁচ জনকে আটক করা হয়েছে ওসি ওয়াজেদ আলী বলেন, পরিস্থিতি এখন শান্ত রয়েছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।