জানলাম-'' যিনি বীর্যবান , গুনবান, চরিত্রবান , কান্তিমান , বিদ্বান , ধর্মজ্ঞ , কৃতজ্ঞ , সত্যবাদী , দৃঢ়ব্রত , প্রিয়দর্শন , ইন্দ্রিয়জয়ী , ক্রোধজয়ী , সর্বহিতকারী , পরোন্নতি-সহনশীল এবং লৌকিক ব্যবহারে দক্ষ - তিনিই আদর্শ পুরুষ । " শ্রমিক শোকসভা ............ ডি মুন শোকসভায় বিবৃতি দেয়ার সময় হয়ে এলো তাড়াতাড়ি খেয়ে নিন স্যার; ছোটলোকগুলো মরেও আমাদের আর শান্তি দিলো না, ওদের মৃত্যুতে আবার শোক কি! আপনিই বলুন স্যার না আছে শিক্ষা, না আছে রাজনৈতিক ঞ্জান, না টাকাকড়ি; আর গায়ে ঘামের কি তীব্র গন্ধ! এমনকি শুদ্ধভাবে কথাটা পর্যন্ত বলতে পারে না! হাহ .. ওদের আবার জীবন! তা থাকলেই কি আর না থাকলেই কি! জি স্যার? কিন্ত ঐ ভোটের অধিকারটা না থাকলে এই রোদে আপনাকে এখন .... না হলে আপনার মতো ভদ্রলোকের কি ঐসব নোংরা ছোটলোক শ্রমিকদের মাঝে যেতে আছে! চলুন স্যার, সুষ্ঠু তদন্তের আশ্বাস নাহয় দিয়েই আসলেন, ক'দিন পর এইসব ছোটলোকের কথা আর কার মনে' থাকবে! কার মনে থাকে? এসব কি আর আজ নতুন কিছু, চলুন স্যার, আমি গাড়িটা বের করতে বলছি তাহলে?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।