''শ্রমিক'' শব্দটি আমাদের কাছে অনেক অবহেলিত মনে হলেও তাদের কস্ট বুঝার ক্ষমতা আমাদের নেই। তাদের দুঃখ গুলি কাছ থেকে অনুভব করলে বুঝা যায় তারা কত কস্টে জীবন-যাপন করে। আমি একজন প্রোডাকসন অফিসার (স্পিনিং মিলের), আমি একটু অনুভব করতে পেরেছি। কারন, আমি ৮ ঘন্টা তাদের সাথে কাজ করি। তাদের জীবন কাহিনী শুনলে বুঝা যাবে তারা কত অসহায়।
আমি একদিন ফ্লোরে হাটতেছি এমন সময় দেখি ফ্লোরে অনেক ময়লা, ঐ জায়গায় নিয়জিত ফ্লোর ক্লিনারকে ডাকি। সে আসার পর তাকে জিগ্গাস করি কোথায় গিয়েছিলে। সে বলে কোথাওনা স্যার । পরে তার চেহারায় অসুস্থহ ভাব লক্ষ করি। তখন তাকে জিগ্গাস করি তুমি কি অসুস্থহ, সে বলে না।
আমি বলি তাহেল ঠিকভাবে ফ্লোর পরিস্কার করতে না পারলে তুমাকে বের করে দেব। সাথে সাথে সে আমার পা ধরে জড়িয়ে বলে স্যার আমাকে বের করে দেবেননা, আমাকে বের করে দিলে না খেয়ে থাকতে হবে। চলতে থাকিবে....
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।