ছেলে ঃ আব্বু হজম ক্যান্ডি আনবে।
আমি ঃ কেন, আরো ভালো ক্যান্ডিতো বাসায় আছে।
ছেলে ঃ সেগুলো খেলে লোহা হজম হয়না।
আমি ঃ তুমি লোহা খাবে কেন্?
ছেলে ঃ ইয়াসমিন (কাজের মেয়ে-বয়স ১২) বলেছে এ লোহাটি(ছোট একটি পেরেক আমাকে দেখিয়ে) গালে দিয়ে একটা হজম ক্যান্ডি খেলে লোহা নরম হয়ে গলে যায়।
৬ বছর বয়সী আমার সন্তানের হাতে পেরেকটি দেখে মনে হয়েছে আল্লাহ রক্ষাকর্তা ছিলেন বলেই রক্ষা। ছেলে আমার অগোচরে লোহা গালে পুরে হজম ক্যান্ডি হয়েতো খেয়ে দেখেনি। যদি দেখত তা কি হত সহজে অনুমেয়।
প্রাণ - কর্তৃপক্ষকে বলছি - বিজ্ঞাপন প্রচার করে তার উপর সতর্কবাণী লিখে দিলেই হয়তো বিজ্ঞাপন নীতিমালা অনুসৃত হবে। কিন্তু অনাকাঙ্খিত কোন দুর্ঘটনা ঘটলে এর দায়ভার পুরোটাই কিন্তু প্রাণ কে নিতে হবে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।